অমনোযোগী শিশুর ক্ষেত্রে কি করবেন?
লিখেছেন লিখেছেন মো আব্দুল হামিদ ০২ ফেব্রুয়ারি, ২০১৯, ১০:১১:২৪ রাত
শিশুরা স্বভাবগতভাবেই চঞ্চল হয়ে থাকে। এটা শিশুর সাভাবিক বৈশিষ্ট্য।কিন্তু কখনও কখনও দেখা যায় কোনো কোনো শিশু অতিরিক্ত চঞ্চলতার কারণে প্রতিনিয়ত কাজগুলো সঠিকভাবে করতে পারছে না। পড়া-লেখায় মনোযোগ নেই, খেলায়ও মনোযোগ নেই। একটি খেলায় মনোযোগ দিয়ে অনেকক্ষণ খেলছে না। এই অতিরিক্ত চঞ্চলতা ও দুরন্তপনার কারণে স্কুলে-বাসায় অন্যের বিরক্তির কারণ হয়ে ওঠে। মনোযোগ না দিতে পারায় অনেক সময় সহজ কাজগুলোও ভূল করে ফেলে, বেশি কথা বলে এবং ধৈর্য ধরতে পারে না। সামান্য কারণেই কান্ন-কাটি করতে থাকে। ঠিকমত এক জায়গায় বসে থাকতে পারে না, সারাক্ষণ নড়াচড়া করতে থাকে। একই সাথে দুটি জিনিস চিন্তা করতে থাকে। কিছু প্রশ্ন করার পূর্বেই উত্তর দেয়ার চেষ্ঠা্ করে। অন্যের কথার মধ্যে বাধা দেয়ার চেষ্ঠা করে। নিজের সাধারণ যত্ন যেমন দাঁত মাজা, গোসল করা, ঠিকমত নাস্তা-খাবার গ্রহণ করা ইত্যাদিতে ভূলে যায়।
ষকোনো কাজ গুছিয়ে করতে পারে না। মাথা খাটিয়ে সময় নিয়ে কাজ করতে কষ্ঠ হয়। এসব অমনোযোগী অতি-চঞ্চল ও দুরন্তপনা শিশুদের পরিচর্যায় মা-বাবারা নিন্মোক্ত বিষয়গুলো বিষয়ে নজর রাখতে পারেন।
১. দৈনন্দিন সকল কাজের জন্য রুটিন তৈরি করুন,
২. বাসার সবার জন্য সাধারণ নিয়ম তৈরি করুন,
৩.তার প্রতি অসহিষুষ্ণ না হয়ে প্রাত্যহিক নির্দেশনাগুলো তাকে ভালোমতো বুঝিয়ে দিন,
৪. তার ভালো কাজের পুরস্কার বা প্রশংসা করুন,
৫. ভালো বন্ধু-বান্ধবের উপমা পেশ করুন,
৬. তাকে ডায়েরি ব্যবহারে উৎসাহিত করুন,
৭. শিক্ষকদের সম্পৃক্ত করুন, খাদ্য তালিকা ও ব্যায়ামের ব্যবস্থা করুন,
৮. তার সাথে রূঢ় আচরণ না করুন এবং তার অনাকাঙ্ক্ষিত আচরণের দিকে মনোযোগ দেবেন না এবং
৯.একা খেলা যায় এমন খেলা দিন।
১০. প্রতিষ্ঠিত ও উন্নত ব্যক্তিদের জীবনী গ্রন্থ সংগ্রহ করে তাকে পড়তে দিন।
বিষয়: বিবিধ
৪৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন