একলা আমি

লিখেছেন লিখেছেন হিঁদু ১৩ জানুয়ারি, ২০১৯, ১২:২১:৩৯ দুপুর

একলা আমি

বহুদূর পথ পাড়ি ‍দিয়ে একটু থামি,

পলকের জন্য খুলে দেই পুরনো স্মৃতির পাতা,

একটু ভাবি পাশে কেন নেই তুমি ?

নেই কিছুই, কেবল মাত্র সম্পর্কের আঁকি বুকিতে ভর্তি পাতা ।

হাজার ক্রোশ, লক্ষ কোটি মাইল দেবো পাড়ি ।

তাইতো এসেছিলাম হাত ধরে

হয়েছিলে তুমি আমার সাথী,

আজ পথভ্রষ্ট পথিকের জরায় জর্জরিত,

একলা আমি ।

নৌকো ভাসিয়েছিলাম দুই বৈঠার তরে,

একখানি আজ ডুবেছে নোনা জলে ।

তার কী আর দেখা মেলে ?

বিষয়: বিবিধ

৫৪০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File