‌অ‌প্রিয় হ‌লেও সত্য-১

লিখেছেন লিখেছেন মোহাম্মদ জামাল উদ্দিন ০৮ অক্টোবর, ২০১৮, ০৯:৩০:২৭ রাত



হে যুবক! আপনি অবিবাহিত। পাত্রী দেখতে গিয়ে আপনার হবু স্ত্রীর ছবি তুলে মোবাইলে বারবার দেখছেন। খুশীতে হবু স্ত্রীর ছবিগুলো ফেইসবুকে ও শেয়ার করে দিচ্ছেন। কাজটি ঠিক হচ্ছে? আপনি কি জানেন? এই কাজটির জন্য আপনি গুনাহগার হচ্ছেন। সেই সাথে যারা আপনার এই কর্মকান্ডকে লাইক দিয়ে সমর্থন দিচ্ছেন তারাও গুনাহগার হচ্ছেন। প্লিজ দয়া করে নিজের পরিবারের ছবি ফেইসবুকে শেয়ার করার আগে একটু ভেবে দেখবেন। আপনার হবু স্ত্রীকে শূধু আপনিই প্রাণভবে দেখতে থাকুন্, দয়া করে হবু স্তীর ছবি অন-লাইনে ছড়িয়ে দিয়ে বিপদ ডেকে আনবেন না। মনে রাখবেন কোন এক সময় এর জন্য আপনাদের দাম্পত্য জীবনে অশান্তির ঝড় আসতে পারে। তখন কিন্তু ভুলের জন্য আপনাকে পস্তাতে হবে। তাই সবর্ত্র ছবি শেয়ার করার আগে সতর্ক হোন। নিজের আবেগকে নিয়ন্ত্রন করুন।

বিষয়: বিবিধ

৫১৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File