আমি যে স্বার্থপর
লিখেছেন লিখেছেন হাবিব স্যার ১৭ অক্টোবর, ২০১৮, ০৩:০৪:২৯ দুপুর
কত যে ভালো লাগে রঙিন শাড়িতে
আরো আছে কতো থ্রি-পিস,
সেই সৌন্দর্য ভুলি কি করে
সারাক্ষণ করি যে মিস।
কেমিক্যাল ছাড়া লম্বা কেশে
কতো যে ভালো লাগা,
ভ্রু-প্লাগ হীন কপালে তোমার
কি মায়া যে আছে রাখা।
মেকাপ বিনা গোলাপি ও'গালে
কতো যে প্রেমের ঢেউ,
শাপলা ফুলে সাজানো চুলে
তোমাকে দেখেনি তো কেউ।
আধুনিক এ যুগে এমন চাওয়া
আমি যে অভাগা নর,
তাই আমি দোষী তোমার ও চোখে
আমি যে স্বার্থপর।
বিষয়: বিবিধ
৫৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন