আমি বর তুমি কনে।

লিখেছেন লিখেছেন হাবিব স্যার ০১ অক্টোবর, ২০১৮, ০৮:০৬:৪৪ রাত

ঝুমঝুম বৃষ্টিতে

ভালোবাসা সৃষ্টিতে

চলো ভিজি দুজনে,

কানামাছি গোল্লাছুট

কিংবা লুকোচুরি

চুপিচুপি কথা হবে

আমি বর তুমি কনে।

মনেমনে প্রেম হবে

ইশারায় শত কথা

চলো যায় অজানায়,

চারিদিকে কাশফুল

আকাশেতে সাদা মেঘ

খালিপায়ে হেঁটে যাবো

নির্জনে দুজনায়।

তুমি কেন ভয় পাও

কাপা গলে কথা কও

হাতে হাত রাখ না,

কাছাকাছি আমি আছি

অলটাইম কাছে রবো

ভালোবাসা সীমাহীন

ছেড়ে কভু যাব না।

বিষয়: বিবিধ

৫৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File