মুখোশ ধারী পুরুষ ও পতিতা
লিখেছেন লিখেছেন উম্মে খায়ের চৌধুরী ০৯ অক্টোবর, ২০১৮, ০৭:০৩:৪৪ সন্ধ্যা
একদল মুখোশ ধারী পুরুষ,
তোমরা তো সাধু নও,
সুযোগ পেলেই অনায়াসে রাতের আঁধারে
ওদের সাথে তৃপ্তির জোয়ারে ভেসে যাও!
পতিতা আর বেশ্যা বলো ঐ মুখে ?
কাদের কে বলো, একবার ভেবেছো ?
মানুষ নামের কিছু নরপশু তোমরা !
লজ্জা হয়না তোমাদের,
যারা নারী দেখলেই কামবাসনা জাগিয়ে তুলো
নিজেদের নষ্ট মস্তিষ্কে
তারপর শরীরের জ্বালা মেটাও পতিতাদের সাথে!
কাজ শেষে তাদেরকেই নষ্টা বলে ব্যঙ্গ করো
উপহাস করো, নাম দাও নষ্টা, ডাকো বেশ্যা!
ওরাই সমাজের বুকে নিষিদ্ধ পল্লীর পতিতা!
ছিঃ ছিঃ থুথু ছিটাই ঐ মুখে,
যে মুখ রাখে পতিতার অমিয় ঠোঁটে!
তোমরা নিজেরা কি বলতে পারো?
যারা রাতের আধাঁরে চুপিসারে শীতল করো দেহ
তোমরাও তো ওদের মত সমান অপরাধী ।
না না এসব কি বলছি !
তোমাদের অপরাধ বেশি!নরকের কীট ।
তোমরা লুটে যাচ্ছ মজা, খাচ্ছো চিরেখুঁড়ে
শিরায় শিরায় ভরিয়ে তুলছো তৃপ্তির আস্বাদনে!
ওদের কথা কি ভেবেছো একবার?
ওরা বিক্রি হয় ক্ষুধার জ্বালায়
শরীর বিলিয়ে দেয় গা ঢাকার জন্য।
মুখ ঢেকে রাতের অন্ধকারে গ্রহন করে
কতশত, হাজারো নরপশুদের শরীর!
তোমরা টাকা দিয়ে কিনে নাও শরীরী সুখ
ওরা অপরাগতায় চোখের জল ফেলে,
পেটের দায়ে শরীর বিক্রি করছে অবলীলায়
ঠিক তোমাদের মত মানুষরূপী পশুর খেলায়।
তবুও তোমরা সমাজে মাথা উঁচু করে চলো!
আর ওরা?
সমাজের চোখে পতিতা,দোষী,ঘৃণিত একজাত
মূল্য নেই একআনা,
রাতের আধারে ওদেরই দাম বেড়ে হয়
ষোল আনা , বত্রিশ আনা ।
★
জুনিয়র চৌধুরানী
বিষয়: বিবিধ
৬৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন