পুরোএকটাদিনযদিতোমায়পেতাম

লিখেছেন লিখেছেন উম্মে খায়ের চৌধুরী ২২ সেপ্টেম্বর, ২০১৮, ০৮:৫১:৫৯ রাত



পুরো একটা দিন যদি তোমায় পেতাম '

তোমার ঘামে ভেজা গায়ের মিষ্টি গন্ধ নিতাম

তোমার সুবাসে নিজেকে হারিয়ে মাতাল হতাম

তোমার বুকে মাথা রেখে একটু ঘুমাতাম

তোমার আদরে স্বর্গ সুখের ঠিকানা খুঁজতাম ।

পুরো একটা দিন যদি তোমায় পেতাম '

সজোরে জড়িয়ে ধরে শান্তির নিঃশ্বাস ছাড়তাম

অনেক কথা আর দুষ্টুমিতে মেতে থাকতাম ৷

মনের বাসনায় নিজেকে হারিয়ে ফেলতাম

তোমার স্পর্শ অনুভবে মনে শিহরণ জাগাতাম৷

পুরো একটা দিন যদি তোমায় পেতাম '

তুমি/আমি সাগরের বুকে ঢেউ উঠাতাম

উত্তাল সাগরের মাঝে প্রেম খেলা খেলতাম।

তোমার নিঃশ্বাসের শব্দে ঘায়েল হতাম

তোমার রন্ধ্রে রন্ধ্রে মিশে একাকার হয়ে যেতাম।

পুরো একটা দিন যদি তোমায় পেতাম

নিজেকে তোমার মাঝে হারিয়ে আবার খুঁজতাম

তোমার গভীর ভালোবাসায় বিভোর হতাম ।

তোমার আহ্লাদ/ভালোবাসায় মগ্ন থাকতাম

দু'জনার প্রেমেতে ইতিহাস গড়ে তুলতাম ।

পুরো একটা দিন যদি তোমায় পেতাম '

ঐ দিনটি কে মনের মাধুরী মিশিয়ে সাজাতাম

স্মৃতিগুলোকে এক এক ফ্রেমে বন্দী করে রাখতাম।।

°°°°°°°°°°°

বিষয়: বিবিধ

৫২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File