ভুলন্ঠিত স্বাধীনতা

লিখেছেন লিখেছেন আমার অনুভূতি ০৪ আগস্ট, ২০১৮, ০২:৪০:৩৫ দুপুর

মানব সভ্যতা ক্রমাগত ভাবে দিনদিন বিকশিত হয়েছে। বিজ্ঞানের ছোঁয়া জীবন যাত্রাকে আরও উন্নত করেছে। পাল্টে দিয়েছে অতীতের অনুন্নত জীবন ব্যবস্থাকে, এনে দিয়েছে উন্নয়নের জোয়ার।কিন্তু সভ্যতাকে একটুও বদলাতে পারেনি। মানুষ স্বাধীনতার দোহায় দিয়ে পরাধীনতার শিকার হয়েছে। প্রতিনিয়ত লজ্জিত, ধর্ষিত, অপমানিত এই মানব জাতি।

সত্যিই কি স্বাধীনতা পেয়েছি......? হ্যাঁ পেয়েছি তবে একটু ব্যতিক্রমধর্মী স্বাধীনতা।

ধরা যাবেনা, ছোয়া যাবেনা, বলা যাবেনা-কথা

রক্ত দিয়ে পেলার শালার এমন স্বাধীনতা----

প্রতিটি মানুষ আজ নিজেই আতঙ্কিত, ভীতস্থ, উৎকন্ঠা বিরাজ করছে যে ঘর থেকে বের হলে আবার স্বাভাবিক ভাবে ঘরে ফিরতে পারবে কিনা। নাকি এটিই জীবনের শেষ যাত্রা আমার এমন চিন্তাধারা নিয়েই মানুষ প্রতিনিয়ত জীবন-যাপন করছে। তবুও অামরা স্বাধীন। যে ছাত্র সমাজ দেশের ভবিষ্যৎ তাদেরকেই রাস্তার উপর পিশে মারা হচ্ছে। কতটা নির্মম পরিহাস আমাদের জানিনা পরবর্তীতে কি হতে চলেছে। যে মা সন্তান হারিয়েছে সেই বুঝবে যে কি নিদারুন কষ্ট তার। একদিন হয়তো সমাজের এই নিকৃষ্ট মানুষগুলো থাকবে না এই জুলুম হয়তো একদিন ভুলন্ঠিত হয়ে যাবে কিন্তু মায়ের চোঁখের কোনে জবে রবে দু’ফোটা জল আর সেই দু’ফোটা জলের কাছে ১৮ কোটি মানুষ ঋণী।

ধন্যবাই সবাইকে

বলার ভঙ্গিময়ে কাউকে কষ্ট দিয়ে থাকলে মাফ করবেন।

আমাকে সহযোগিতা করবেন।

আমার অনুভূতি

বিষয়: বিবিধ

৫৩০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File