জামায়াত বিরুধ আর সহীই আকীদাঃ সাধারণ মানুষ যাবে কোথায়??
লিখেছেন লিখেছেন চাঁদ রাত ২৯ অক্টোবর, ২০১৮, ০৯:৫২:৫৭ রাত
কে বলেছে আপনাকে জামায়াত ক্ষমতায় যেতে চায় ???? বিগত ৪০বচরে কোন জামায়াত নেতা এই কথাটি বলেনি এবং তাদের সম্পূর্ন কুরআন হাদীস অনুসরণ ও অনুকরনে লিখা ৮ হাজারেরও বেশি বিশাল ইসলামী সাহিত্যের ভান্ড়ান রয়েছে, সেখানে কোথায় লিখা নেই জামায়াত ক্ষমতায় যেতে চায়। তবে সেখানে এই কথাটি লিখা আছে জামায়াত ক্ষমতায় যেতে চায়না তারা ইসলামকে ক্ষমতায় দেখতে চায় বা ইসলামী হুকুমত চায়। সুতরাং ক্ষমতায় যাওয়া আর ইসলামী হুকুমত কায়েম করা এক কথা নয়। আপনাদের শেখেরা যাই বলে তা গন্ড় মূর্খের মত শুনে চলে আসেন। ওরা যে রাজ তন্ত্রের পুজা করে তা জিজ্ঞাস করেন না কেন?? রাজ তন্ত্রের কোন ব্যাখ্যা আছে কি কোরআন এবং হাদীসে??? আর কথায় কথায় বলেন আহলে হাদীস আর সহীহ আকীদা। এইসব বলে আপনারা মুসলমান তথা ইসলামকে ভিবক্ত করছেন কেন??? যেমন বাংলাদেশেও মানুষকে আঃলীগ দুটি ভাগে ভিবক্ত করেছে। এক/মুক্তি যু্দ্ধের পক্ষ। দুই/ মুক্তি যুদ্ধের বিপক্ষে। আপনাদের কাছে কি এই রকম কোন অহী এসেছে আপনাদের আকিদা সহীই আর সবাই ভ্রান্ত। আপনাই একমাত্র জান্নাতি বাকিরা সবাই জাহান্নামী। এক আল্লাহ ,ফেরেশতা, কিতাব, রাসুলগন,পরকাল এবং তকদিরের ভালো মন্ধের উপর বিশ্বাসী হয়েও কি করে ভ্রান্ত আকিদার হয়???? ধরে নিলাম আপনারা সহীই আকিদা পন্থি। তা হলে আপনাদের কাজ কি ইসলামের মাঝে ধন্ধ বিভেধ সৃষ্টি করা???? যদি তা না হয়- সব আলেম ওলামা মাজার পন্থি,পির পুজারী সকলকে একই প্লাট ফ্রমে নিয়ে আসার জন্য আপনারা কি কি প্রদক্ষে নিয়েছেন???? না আপনারা এভাবে সবার পিছে বদনাম ছড়িয়ে নিজেরাই হীরু হতে চাচ্ছেন। খাঁটি মধু শুধু আপনাদের দোকানেই আছে আর কারো কাছে নেই। আমরা এখন সাধারণ মানুষ যাব কোথায়??? দয়া করে এই বিষয়টি পরিস্কার করবেন।
বিষয়: বিবিধ
৫৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন