"শুধু বিদ্যাটা যথেষ্ট নয়, জ্ঞানের সাথে বিশ্বাসের মিলন অনিবার্য"।
লিখেছেন লিখেছেন চাঁদ রাত ০৯ অক্টোবর, ২০১৮, ০৫:০৪:০৭ সকাল
আজকের পৃথিবীতে শিক্ষিত লোকেরতো অভাব নেই৷ নারী-পুরুষ নির্বিশেষে পান্ডিত্যের চূড়া স্পর্শ করেছে অনেকেই৷ কিন্তু তাদের জ্ঞান- পান্ডিত্য কি তাদেরকে অপরাধ থেকে বিরত রাখতে পেরেছে??? আজ মানুষ পোশাক আশাকে সভ্য হলেও কাজেকর্মে পুশুত্বকেও হার মানিয়েছে৷ পৃথিবী থেকে মানুষ যে সম্পদ ধীরে ধীরে হারাচ্ছে -
১/ বিশুদ্ধ জ্ঞান৷
২/ বিশ্বাসের প্রদীপ নিভে গেছে৷
৩/ সৎকর্মের স্পৃহা ও শক্তি কমে গেছে৷
৪/ সত্যের প্রতি অনুরাগ৷
৫/ মন্দের প্রতি অনিহা৷ আর-
৬/ জাবাবদিহিতার আত্ম-উপলব্ধি নেই বললেই চলে৷
মানুষের জ্ঞান আছে ঠিকই কিন্তু তার উপর সঠিক বিশ্বাস নেই যার জন্য বিশ্বজুড়ে অপরাধে সয়লাব৷ জ্ঞান অনুযায়ী যদি বিশ্বাস থাকতো তা হলে মানুষ কখনো মানুষের উপর অন্যায়-অবিচার করতো না৷ সমাজের সর্বত্র ঘুষ ও সুদের মহা উৎসব৷ এসব অপরাধ অজ্ঞতার কারনে হচ্ছে এমনতো নয়! চুরি করা অপরাধ সে কিন্তু জানে৷ সুদ হারাম তাও সকলেরই জানা৷ আত্বীয়তার সম্পর্ক ছিন্ন করা অন্যায় সেটাও অজানা নয়৷ কিন্ত আমরা বিশ্বাস করি না৷ আমরা বারবার লক্ষ করেছি, যেখানে জ্ঞানের প্রতিযোগীতা তুঙ্গে সেখানেই অপরাধের বাজার গরম৷
যারা চুরি,সুদ,অন্যায়,অবিচার,জুলুমের অপকারিতার কথা জানে তার পরিনাম সম্পর্কে ওয়াকেফহাল দেখা গেছে তারাই এসব অপকর্মের বেশী করে জড়িত৷ বারবার ছিনতাই আর ডাকাতির শাস্তি ভোগ করার পর, বছরের পর বছর জেল খাটার পর অপরাধের শাস্তি সম্পর্কে অজ্ঞ হওয়ার কথা নয়৷ অথচ তারা আপন পথে অবিচল৷ তাই যদি বিদ্যাটাই যথেষ্ট হতো তাহলে একবার চুরির শাস্তি ভোগ করার পর আর চুরি করার কথা ছিল না৷ অথচ শাস্তি ভোগ করার পরও অপরাধী অপরাধ ছাড়ছে না৷ এতেই প্রমানিত হয়, শুধু জানাটা যথেষ্ট নয়, জ্ঞানের সাথে বাশ্বাসের মিলন অনিবার্য৷
আজ দুঃক্ষ জনক হলেও সত্য, কোন বৃদ্ধাশ্রমে গিয়ে বৃদ্ধকে জিজ্ঞেস করেন-আপনার ছেলে কি করে? উত্তর পাবেন- আমার ছেলে অফিসার, আমার ছেলে ডাক্তার, আমার ছেলে শিক্ষক কিংবা উকিল, আমার ছেলে বেসরকারি উচ্ছ পদস্থ কর্মচারী কিংবা বড় ব্যবসায়ী৷ কিন্তু-আপনি এমন একজন বৃদ্ধাকেও পাবেন না যে কিনা বলবে আমার ছেলে অশিক্ষাত বা গরিব৷ কারন-অশিক্ষিত বা গরিব ছেলেরা মা-বাবাকে কক্ষনো বৃদ্ধিশ্রম পর্যন্ত পৌঁছায় না৷
কেন উচ্ছ শিক্ষিত হয়েও আমাদের হ্রদয় দগ্ধ হয় না বিবেকের দংশনে??? *জ্ঞান অর্জন অবশ্যক৷ * সে এলেমের প্রতি বিশ্বাসও অবশ্যক৷ *জ্ঞান বিশ্বাসের পাশাপাশি অপরাধ বর্জনের মত স্পৃহা ও শক্তি অদশ্যক৷
বিষয়: বিবিধ
৬৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন