ভালবাসাটাই টিকে গেল । তোদের ধন্যবাদ
লিখেছেন লিখেছেন রাঙ্গামাটির জামাই বাবু ২৮ অক্টোবর, ২০১৮, ০৬:৫৮:৩৬ সন্ধ্যা
প্রাণ বাাঁচাবার জন্য দৌড়মারা নাইলে কারো মরণ হতে পারে । বুুকের ভিতর কি ভয় ছুটপুটানি হতো । ক্ষুধা পেটে রেখেই একটু রক্ত দেয়া , মনে হত কারো জীবন বাঁচিয়ে দিয়েছি । আবার ক্ষুধা নিয়ে বাড়ীফেরা ততক্ষনে ক্ষুধার কথা ভুলেই যেতাম কারো জীবনের সহযোগী হতে পেরে । আনন্দে ঘুমিয়ে গেছি এমন কয়েকবার । রাত দুটা/তিনটায় জেগে অতিক্ষুধায় বুঝতাম আজ তো খাওয়া হয়নি । বুঝিনা আমার এই স্পিড হারিয়ে যাচ্ছে কোন ?
বিষয়: বিবিধ
৬২৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন