শফিক তুমি অভিশাপের ফেরিওয়ালা
লিখেছেন লিখেছেন রাঙ্গামাটির জামাই বাবু ০৯ জুন, ২০১৮, ০৪:১৮:২৩ বিকাল
হরিন আর ভলুকের মাঝে তর্ক বিতর্ক হলে হরিন সহযেই প্রমান করে ফেলে সে একটা হরিন, বহু কাঙ্খিত হরিন । ভালুক কখনো নিজেকে ভালুক প্রমান করতে যায় না । বরং নিজেকে হিংস্র আর হিংসুটে হিসেবে প্রমান করে । এটা করতে গিয়ে ভালুক আর ভালুক থাকে না সে হযে উঠে কাপুরুষ ,হিংসুটে , লম্পট আর আত্ন অহমিকায় টালমাটাল এক দানব ।
এসব করে ক্লান্তি নিয়ে যখন হিসেবে বসে তখন দেখে আসলে ব্যাপারটা কোন ভাবেই প্রাণীর মতো হয়নি । যা হযেছে তা কুকুরের মতো ।
শফিক তুহিনের বুঝা দরকার সিরাজুদ্দ্যেলা হেরেছিল তার সাথে সুবে বাংলার সূর্য । মীর-জাফর জিতেছিল তার সাথে দুইশ বছরের অত্যাচার ।
অসিফকে জেলে পাঠিয়ে তুমি এক প্রমান করেছ তুমি নিজে হিংসুটে । প্রথম আলোর শক্তিধারী । এমপি মন্ত্রীদের ছেলেদের মতো লম্পট মাতাল ।
আসিফ কেবল আকবর । সে আকবরই চিরকাল আকবর। উনি আসিফ আকবর উনি আমাদের আসিফ আকবর ।
শফিক যদি সৃজনশীল কেউ হত তবে সে কোটি কোটি শ্রোতাকে বোকা বানিয়ে আসিফকে কষ্ট দিত না আপমান করত না ।
কোথাকার ক্ষমতা কোথায় দেখালো শফিক ।
শফিক তোমাকে আমরা ভয় পাই । দানবের মতো । অন্যয় এর নিকৃষ্ট সাধক হিসেবে ।
শফিক তুমি অভিশাপের ফেরিওয়ালা
বিষয়: বিবিধ
৭৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন