অব্যক্ত সত্য কথা।
লিখেছেন লিখেছেন মারুফ আহাম্মদ ০১ মে, ২০১৮, ০২:১৮:২৮ রাত
যদি আমাকে একটা মুক্তির কথা বলতে বলা হয়, বলা হয় একটা স্বাধীনতার কথা বলতে, এতটা নির্লজ্জ বোধ হয় আর হতে পারবনা -- ইতিহাস যেখানে '৪৭ ধারণ করে তাকে ডিঙিয়ে '৭১ এর কথা মুখে আনি। এমন এক অভ্রান্ত সত্য সেটা যে আজ কোন কদর্য মন্তব্যের তোয়াক্কা করতেও আর ইচ্ছা করছেনা। '৪৭ আমাকে যা দিয়েছে সে বেনিয়া-হার্মাদ আর আর্য-খল-দস্যুদের কবল থেকে ছিনিয়ে আনা মুক্তিই কেবল নয়, অহংকারে অহংকারে ভরপুর সে আমার সত্বাবান স্বাধীনতা, আমার হারিয়ে যাওয়া গৌরব আর আপন মর্যাদার পুনঃপ্রাপ্তি। আর দিয়েছে এক মহা নায়ক; সময়, ষড়যন্ত্র আর দূরত্বের বৈপরীত্ব ঠেলে যিনি আজকের আমার মুক্তি, আমার স্বাধীনতা আর আমার সার্বভৌম মাতৃভূমির স্বপ্ন দেখতে পেরেছিলেন। এবং প্রচন্ড প্রজ্ঞায় সেই স্বপ্ন বাস্তবায়নের বিস্মিত হিম্মতও দেখাতে পেরেছিলেন। লোকে তাঁকে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ বলে, আর আমার কাছে তিনি ইতিহাসের মহা নায়ক। আবেগে কৃতজ্ঞতায় বিগলিত অন্তকরণ প্রতি মুহুর্তে তাই তাঁকে জানাতে চায় কোটি কোটি সালাম।
বিষয়: বিবিধ
৫৬২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন