ডিপ্রেশন

লিখেছেন লিখেছেন মেঘ নীল ০৫ মার্চ, ২০১৮, ০২:১১:০৪ রাত

পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটিও যদি তোমার সাথে বিশ্বাস ঘাতকতা করে, তাহলে পুরু পৃথিবীর সবার কাছে সেই ছেলেটা বা মেয়েটা রাজপুত্র বা রাজকন্যা হলেও তোমার কাছে সে শুধুই একজন বিশ্বাস ঘাতক। বিশ্বাস ঘাতকের চেহারা গুলা বড্ড বেশি ভয়ংকর হয়, কারন একটা মানুষ যতোই সুন্দর হোক না কেনো পাপের ছায়া তার সুন্দর্য ঢেকে দেয়। আবার পৃথিবীর সবচেয়ে কুৎসিত মানুষটি যদি তোমার জীবনের শেষ ভরসা হয়ে তোমায় বাঁচিয়ে দিয়ে যায়, তাহলে সেই মানুষটার মুখটা তোমার কাছে বড্ড বেশি মায়াবী মনে হবে। কারন একটা মানুষ যতোই কুৎসিত হোক না কেন ভালো কাজ তার কুৎসিত মুখটার উপরও একটা নুরের ছাপ একে দেয়। পার্থক্যটা তুমি বুঝতে পারবে দুই ঘন্টা লাগিয়ে গোসল করা আর মাত্র দুই মিনিটে ওযু করার ব্যাবধানে। সারা শরির ঘষেও তোমার নিজেকে যতোটা পরিষ্কার মনে হবে, মাত্র দুই মিনিটে ওযু করলে তার চেয়ে তোমাকে বেশি পরিষ্কার মনে হবে। কারন গোসলে শরিরের ময়লা যায় কিন্তু ওযুতেতে যায় মনেত ময়লা।

যে দিন সারারাত পর্নগ্রাফি দেখে তুমি ঘুমিয়ে যাও, ঘুম থেকে উঠে সকাল বেলা আয়নায় চেহারা একবার দেখে নিও। আবার কোন একদিন ফজরের আযান শুনে নামাজ পড়ে দু ফোটা চোখের জল ফেলে সেই আয়নাতে চেহারাটা মিলিয়ে দেখো। তোমার নিজের কাছে নিজের মুখটাকে একবার মানুষের মতো মনে হবে আরেকবার পশুর মতো মনে হবে। মানুষগুলোকে তখনি সুন্দর লাগে যখন তুমি তার অপকর্মের ব্যাপারে না জানো। একবার ভাবতো তুমি যে অপকর্ম গুলি করেছো সে গুলো যদি কখনো প্রকাশিত হয় তোমাকে কতটা নুংরা লাগবে? আমাদের শরিরে ময়লা লেগে থাকলে কেউ জড়িয়ে ধরতে চাইলেও আমরা তাকে সরিয়ে দেই, একবার ভেবে দেখেছো কি করে তোমার রবের সামনে দাঁড়াবে তুমি এই নোংরা শরির নিয়ে? মাথা ব্যাথা হলে প্যারাসিটামল লাগে গ্যাসটিকে নিউটেক, আর অন্তরে ব্যাধি হলে লাগে ইবাদত। পাপের রং গুলো যদি কালো হতো তাহলে প্রতিটা মানুষ তার অন্তর দেখে চমকে উঠতো। যে দেহ খানি মাত্র দু'দিনে মিলিয়ে যাবে সে দেহের যত্ন নিতে গায়ে লোশন মাখছো মুখে ক্রিম দিচ্ছো, অথচ যে অন্তর অবিনশ্বর তা ফেলে রেখেছো নোংরা করে। শুধু মনটা কে ভালোমতো পরিষ্কার করে দেখো জীবন থেকে হতাশা হাহাকার দুর্দশা ডিপ্রেশন সব মুছে যাবে।

আমার ইবাদতে তোমরা আছো, তোমাদের বন্ধনায় রেখো আমাকে। #মেঘ নীল এস_এম_আজিজ

বিষয়: বিবিধ

৫৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File