সড়ক দুর্ঘটনার মৃত্যুর দায়বদ্ধতা কার???
লিখেছেন লিখেছেন রানা হামিদ ২৫ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:৫০:০৪ রাত
একটি দুর্ঘটনানা সারাজিবনের কান্না।অসেচতন হয়ে যানবাহন চালানো সেই সাথে প্রশিক্ষন বিহিন গাড়ি চালকের কারনে দিনে কয়েকশত পরিবার তার আপনজন হারাচ্ছে।অথচ সরকারের কোন দায়বদ্ধতাই নেই।২০-৫০টাকা দিলেই কিছু অসৎ ট্রাফিক পুলিশ ছেড়ে দিচ্ছে অভার লোডিং মালবাহি গাড়ি যার ফলপ্রসুতে সকল পুলিশ কর্মকর্তাকে খারাপ ঘুষখোর উপাধি নিতে হচ্ছে।।রাস্তায় লাইসেন্স বিহিন ট্রাক,ট্রলি, নসিমন,করিমন, অটোরিক্সার ঊৎপাতে সাধারন মানুষ হেটে চলতেও ভয় পায় আতংকে থাকে।।সুস্থ স্বাভাবিক হাসি খুশি যে মানুষটাটা একটু আগে পরিবারের সাথেই ছিলো,সেই মানুষ টি প্রয়োজনের তাগিদে বাহিরে গেলে পিস্ট হতে হচ্ছে অপ্রশিক্ষন প্রাপ্ত ড্রাইভারের গাড়ির তলাতে।যে দেশে ড্রাইভিং লাইসেন্স করতে গেলে প্রশিক্ষনে মাক্সিমাম ফেইল হওয়া স্বত্বেও ৩০০-৪০০টাকা ঘুষের বিনিময়ে পাস করে লাইসেন্স দেওয়া হয় সেখানে আর কি বা হতে পারে?একটা আক্সিডেন্টের মৃত্যুর জন্য ভাগ্যর উপর দায়বদ্ধতা কিংবা আল্লাহ এইভাবেই মৃত্যু লিখে রেখেছে এই কথার উপর ভিত্তি করে থাকা সঠিক না।এর জন্য জনগনের সচেতনা সেই সাথে সম্পুর্ন সরকারকেই এগিয়ে আসতে হবে।রাস্তায় অবৈধ যানবাহন চলাচল বন্ধ করতে সেই সাথে গুরুত্বপুর্ন মোড়ে পুলিশ জনবল রেখে, প্রশিক্ষণ প্রাপ্ত লাইসেন্স ধারী ড্রাইভারদের মাধ্যমে যানবাহন চলাচলের অনুমতি দিলে,সেই সাথে আক্সিডেন্টে মানুষ মারা গেলে ড্রাইভার এবং সেই গাড়ির মালিককে অনেক বেশি মোটা অংক জরিমানা করলে প্রতিদিন শতশত নিষ্পাপ প্রান ঝড়ে কিংবা হাত পা ভেংগে তার খরচ পোহাতে একটা পরিবারকে সর্বশ্রান্ত হতে হবেনা। কিন্তু না এইটা বাংলাদেশ।।এইখানে সব কিছুই সম্ভব একটা ব্যানসোন সিগারেট বা মোটা অংকের টাকার বিনিময়ে।।আজ আমার হারিয়েছে কাল আপনার হারালে আপনিও বুঝবেন হারানোর কি ব্যাথা।নায়ক ইলিয়াস কাঞ্চন যে আন্দোলন করে চলেছেন তার যথার্ত জনগন এখনো পায়নি।প্রতিনিয়ত প্রতিটা ঘন্টায় ড্রাইভারের অসেচতনার কারনে ঝড়ে যাচ্ছে কোন না কোন পরিবারের ভালবাসার প্রান। সরকার কবে সচ্চার হবে? সেটাই দেখার বিষয়।উন্নত দেশে একটা গাড়ির চাকা থেকে শুরু করে সব পার্টসের একটা সময় সীমা থাকে যে সময়ের মধ্য সেই গুলো পাল্টাতে হবে কিন্তু আমাদের দেশে কি হচ্ছে?? বর্তমান সময়ে একজন ক্লাস ২পাস না করা বখাটে ছাত্র কিছুদিন হেলপারি করার পর তুলে নিচ্ছে বাস ট্রাকের স্টেয়ারিং। তাহলে কি আক্সিডেন্ট হবেনা??? আর এই রকমের অযোগ্য নেশাগ্রস্থ ড্রাইভারের আক্সিডেন্টে এক নিষ্পাপ প্রান অকালে ঝড়ে গেলে আমরা প্রথমেই বলছি আজরাইল এসেছিল অইভাবেই!! তাই মারা গেছে!!! হায় রে বাংলাদেশ হায় রে বাংলার মানুষের মনোভাব।দৃষ্টি ভংগিতা কে পাল্টান নিজে পালটিয়ে যাবেন।।সব কিছুর দায়বদ্ধতা উপরে বসে থেকে সব করছেন তার উপর ছেড়ে দিয়েন না। অধিকার কিংবা দাবি প্রতিষ্টায় নিজেকে এবং জনগনকেই সচ্চার হতে হবে।এই দায়বদ্ধতা আমার আপনার আমাদের,,,দেশের প্রতিটা মানুষের এবং সরকারের।।।
বিষয়: বিবিধ
৬৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন