সাংবাদিক মহল যথার্থ কারণেই উদ্বিগ্ন

লিখেছেন লিখেছেন নুর হুসাইন ০১ অক্টোবর, ২০১৮, ১০:৩১:০৭ রাত

পেছন ফিরে তাকালে আওয়ামী লীগ নামের দলটির ক্ষেত্রে একটি বিশেষ প্রবণতা লক্ষ করা যায়, যখনই দলটি ক্ষমতায় এসেছে তখনই জনমত উপেক্ষা করে এমন কিছু আইন পাস করেছে, কিংবা আইনের সংশোধন করেছে, এমনকি সংবিধান পর্যন্ত সংশোধন করেছে, যার লক্ষ্য শুধু বিরোধী জনমত অবদমনের পথ প্রশস্ত করে নিজেদের ক্ষমতাকে একটি শক্তিশালী অবস্থানে দাঁড় করানো। এসব আইন পাসের প্রতি জনগণের বা সংশ্লিষ্ট মহলগুলোর সায় আছে কিনা, সে ব্যাপারে মাথা ঘামানোর বিন্দুমাত্র প্রয়োজন বোধ করে না এই দল। এই প্রবণতাসূত্রে দলটি বিভিন্ন সময়ে সরকারে থাকাকালে নানা জনবিরোধী আইন পাস করেছে, আইনের সংশোধন কিংবা সংবিধান সংশোধন করার অনেক উদাহরণ সৃষ্টি করেছে। এর মধ্যে বিকল্প থাকা সত্ত্বেও জনমত উপেক্ষা করে সংবিধান থেকে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাদ দেয়া ছিল তেমনি একটি উদাহরণ। আর এর সর্বসাম্প্রতিক উদাহরণ হচ্ছে সুশীলসমাজ, মানবাধিকারকর্মী, বিবেকবান মানুষ, সাংবাদিকসহ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মহলের মতামত উপেক্ষা করে গত ১৯ সেপ্টেম্বর সংসদে পাস করা ডিজিটাল নিরাপত্তা আইন।

এই আইনটি পাসের কয়েক দিন আগে গত ১৬ সেপ্টেম্বর দেশের জাতীয় দৈনিকগুলোর সম্পাদকদের প্ল্যাটফরম ‘সম্পাদক পরিষদ’ এই আইনের চূড়ান্ত খসড়া সম্পর্কে বিস্ময়, হতাশা ও মর্মাহত হওয়ার কথা প্রকাশ করে বলেছিল- প্রস্তাবিত ডিজিটাল আইনের খসড়াটি সংবিধান ও তথ্য অধিকার আইনের সাথে সাংঘর্ষিক। সাংবাদিক সমাজ এটি পুরোপুরি প্রত্যাখ্যান করছে। সম্পাদক পরিষদ তখন এর বিবৃতিতে উল্লেখ করে- আইনের চূড়ান্ত খসড়া দেখে আমরা বিস্মত, হতাশ ও মর্মাহত। তখন দেশের গণতন্ত্রের স্বার্থে জাতীয় সংসদকে এই আইন পাস না করার আহবান জানানো হয়। এর আগে রাজধানীতে বৈঠক করেন দেশের শীর্ষস্থানীয় ২০টি পত্রিকার সম্পাদক।

বিষয়: বিবিধ

৪৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File