সরকার কি ইভিএমে আশ্রয় খুঁজছে?
লিখেছেন লিখেছেন নুর হুসাইন ৩০ আগস্ট, ২০১৮, ০৪:০৭:০৫ রাত
ডিসেম্বরের শেষদিকে সংসদ নির্বাচন হলে নির্বাচন আসতে আর বেশি দেরি নেই। হয়তো অক্টোবরে বা নভেম্বরের শুরুতেই নির্বাচন কমিশন নির্বাচনী সিডিউল ঘোষণা করবে। দেশের রাজনৈতিক দলগুলো এখন নির্বাচনী বোঝাপড়া নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে।এ ব্যাপারে সরকারি দলের মনোভাব স্পষ্ট। তারা যে কোনো উপায়ে এ নির্বাচনে জিতে তাদের ‘উন্নয়নের ধারাবাহিকতা’ বজায় রাখতে চায়। এজন্য দলটি এর জনপ্রিয়তা বাড়াতে নানাভাবে চেষ্টা করে যাচ্ছে। কিন্তু কাঙ্ক্ষিত ফল পাচ্ছে কি? সরকারি দলের নেতাকর্মী ও এমপিদের কাজকর্মে সাধারণ মানুষ অতিষ্ঠ। তাদের চুরি-চামারি ও দুর্নীতি এতটাই বেড়েছে যে, আসমান-জমিনের দুর্নীতি শেষ করে এখন দুর্নীতির নতুন ক্ষেত্র হিসেবে তারা পাতালপুরিতে দৃষ্টি দিয়েছে।ইতিমধ্যে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির লাখ লাখ টন কয়লা গায়েব করার পর এবার একই জেলার পার্বতীপুরের মধ্যপাড়া খনি থেকে লোপাট করা হয়েছে ৩ লাখ ৬০ হাজার টন মূল্যবান পাথর।এই গায়েব হওয়া পাথরের মধ্যে রয়েছে মূল্যবান অ্যামেলগেমেট গ্রানাইট ও শিলা (যুগান্তর, ০৫-০৮-২০১৮)। গত ২৯ জুলাই মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল)-এর পরিচালনা পর্ষদের সভায় কোম্পানির মহাব্যবস্থাপকের দেয়া তদন্ত প্রতিবেদনে এ পাথর গায়েবের তথ্য ফাঁস হয়। এ তথ্যে পুরো পাথর মাটির নিচে দেবে গেছে বলে উল্লেখ করে ওই পাথর ও অর্থের পরিমাণ কোম্পানির মূল হিসাব থেকে বাদ দেয়ার সুপারিশ বোর্ড সভায় গৃহীত হয়নি।অধিকতর তদন্তের জন্য আরেকটি কমিটি করা হয়েছে। জানিনা এ কমিটি কি নিষ্প্রাণ পাথরের ওপর-নিচে হাঁটাহাঁটি উদ্ঘাটন করবে, নাকি পিলে চমকানোর মতো কোনো দুর্নীতির নতুন তথ্য উপস্থাপন করবে।
বিষয়: বিবিধ
৪৬২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন