‘সরকার চালানোর লাইসেন্স আছে কি না মানুষ একদিন সেই বিচার করবে’

লিখেছেন লিখেছেন নুর হুসাইন ০১ আগস্ট, ২০১৮, ০৮:১৮:১০ রাত

ভাইজান দাড়ান!! একটু থামেন।

স্কুলের ছাত্ররা রাস্তায় নামছে ক্ষমতার প্রতিস্পর্ধী হইছে এমনি এমনি না। একটা কনডিউসিভ এনভারনমেন্ট তৈরি হইছে এই ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে তাই। এর মানে এইটা না, আমরা পারি নাই ওরা পারছে। এই লড়াই হইতেছে কারণ এদের পুর্বসুরীরা কোটা আন্দোলন করে গেছে, ভ্যাটবিরোধী আন্দোলন করেছে, এর আগে নব্বই হয়েছে, একাত্তর হয়েছে, উনসত্তর হয়েছে। এই লড়াই সেই আগের লড়াই থেকে শিক্ষা আর শক্তি নিছে।

একের পর এক প্রতিরোধের ঢেউ উঠতেছে, এমনি এমনি না।

এই লড়াইয়ে আপনারা নৈতিক সমর্থন দেন। এইটাই আপনার কাজ।

ওদের লড়াই ওদেরকেই করতে দিন।

আপনি ঘরে বসে যেইটা করতেছেন সেটাও কম গুরুত্বপুর্ণ না। মিছেমিছি আত্মগ্লানিতে ভুইগেন না।

স্কুল ছাত্রদের যদি গুলি করে শাপলা চত্তর বানায়ে দিতে পারতো তাহলে এরা বসে বসে "চ্যাটের বাল" গালি শুনতো না।

এরা ঢাকার আরবান মিডিল ক্লাসের সন্তান জন্য গায়ে হাত দিতে সাহস করতেছে না।

বুইঝ্যা দেখেন রাস্তায় নামলে গুলি খাইবেন না, এইটা মোটামুটি নিশ্চিত হইলে কত মানুষ রাস্তায় নামতো।

বিষয়: বিবিধ

৪৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File