গণভবনে উচ্ছৃঙ্খল আচরণ ছাত্রলীগের
লিখেছেন লিখেছেন নুর হুসাইন ০৫ জুলাই, ২০১৮, ০১:৩৩:৪২ দুপুর
ছাত্রলীগের পদপ্রত্যাশী ও সদ্য বিদায়ী নেতারা গণভবনের বৈঠকেও উচ্ছৃঙ্খল আচরণ করেছেন বলে জানা গেছে। জানা যায়, বুধবার (৪ জুলাই) রাতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে ছাত্রলীগ নেতাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। প্রধানমন্ত্রীর সামনে ছাত্রলীগ নেতাদের বক্তৃতার এক পর্যায়ে পক্ষ-বিপক্ষের সৃষ্টি হলে উত্তেজনা শুরু হয়। এসময় প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর সদস্যরা তাদের নিবৃত করেন। মতবিনিময় শেষে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জানান, কমিটি ঘোষণা করতে আরও কয়েকদিন সময় লাগবে। কমিটি ঘোষণার পর সবাইকে তা মেনে নিয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।বৈঠক শেষে বুধবার (৪ জুলাই) দিবাগত রাতে এসব তথ্য জানা গেছে। এই রুদ্ধদ্বার বৈঠকে অংশগ্রহণকারীদের একাধিক সূত্র এসব তথ্য জানিয়েছে।সূত্র জানায়, নিজেদের বক্তৃতা দেওয়ার সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে কেন্দ্র করে আবেগঘন কথা বলেন নেতারা। নেত্রীর প্রতি আনুগত্যের প্রশ্নে সবাই নিজেকে নিবেদিত প্রাণ বলে দাবি করেন। এসময় আবেগে কেঁদেও ফেলেন অনেক নেতা।সূত্র আরও জানায়, আবেগঘন পরিবেশ সৃষ্টি হলেও বিশৃঙ্খলাও সৃষ্টি করেছেন নেতারা। এসময় ছাত্রলীগ নেতাদের আরও সুশৃঙ্খল হতে হবে বলে মন্তব্য করেছেন শেখ হাসিনা।
বিষয়: বিবিধ
৪৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন