সকল প্রকার মানবাধিকার লংঘন রুখে দাঁড়ান
লিখেছেন লিখেছেন নুর হুসাইন ২৭ জুন, ২০১৮, ০১:০৭:১০ দুপুর
সকল প্রকার মানবাধিকার লংঘন রুখে দাঁড়ান। নাগরিক হিসেবে আপনার অলংঘ্য মানবিক অধিকার সম্পর্কে জানুন।
আপনার মত প্রকাশের অধিকার আছে, আপনার সভা সমাবেশের অধিকার আছে, আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার অধিকার আছে, আপনার ধর্ম পালনের অধিকার আছে, আপনার রাজনীতি করার অধিকার আছে, আপনার জীবন, সম্পদ, মানবিক মর্যাদা রক্ষার অধিকার আছে, আপনার আইনি সহায়াতা পাওয়ার অধিকার আছে, আপনার পছন্দের চিকিৎসকের কাছে চিকিৎসা নেবার অধিকার আছে। আপনার চাকুরিতে সম অধিকার আছে।
অথচ আপনি বিনা বিচারে ক্রস ফায়ারে খুন হন, বিনা ওয়ারেন্টে গ্রেফতার হন, গ্রেফতার করে আপনাকে আদালতে না নিয়ে অজ্ঞাত ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়। আপনার সভা সমাবেশের অধিকার নাই, সভা করতে চাইলে আইন শৃংখলা ভঙ্গ করা হবে এই অজুহাতে সভা ভেঙে দেয়া হয়। বন্দি অবস্থায় আপনার পছন্দের হাসপাতালে চিকিৎসা নিতে দেয়া হয়না। আপনি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন না। আপনার চাকরি ক্ষুদ্র কোটারি স্বার্থের লোকেরা নিয়ে যায়।
আপনি মানবাধিকারের কথা বললে সরকারের পালা কুকুরগুলো আপনাকে রাষ্ট্রদ্রোহী বানিয়ে দিয়ে ঘেউ ঘেউ করে।
আর এসবকিছুই করা হয় মুক্তিযুদ্ধের চেতনা নাম দিয়ে। যেই মুক্তিযুদ্ধ হয়েছিল একটা আধুনিক রিপাবলিক গড়ার স্বপ্ন নিয়ে সেই রাষ্ট্র একটি নিকৃষ্ট ফ্যাসিবাদে পর্যবসিত হল। আফসোস।
বিষয়: বিবিধ
৫৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন