পুলিশের কাছে চাঁদা চাওয়ায় চার ছাত্রলীগ নেতাকর্মী আটক
লিখেছেন লিখেছেন নুর হুসাইন ২৪ জুন, ২০১৮, ০৪:৪০:২৫ বিকাল
ময়মনসিংহে ছাত্রলীগ পরিচয়ে পুলিশের কাছে চাঁদা চাওয়ার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।ময়মনসিংহ জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাকের সিদ্দিকি জানান, আজ সকাল ১০ টার দিকে ময়মনসিংহের নান্দাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম ফয়সাল নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিয়ার কাছে ঈদ উপলক্ষে ২০ হাজার টাকা চাঁদা চায়। টাকা নিতে তার চারজন নেতাকর্মীকে থানায় পাঠায় ফয়সাল। তারা পুলিশকে টাকার জন্য চাপ দেয়। একপর্যায়ে পুলিশ ঐ চারজনকে আটক করে।আটককৃতরা হলো, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রাজু, সাংগাঠনিক সম্পাদক রয়েল, টিটু ও কামরুল।নান্দাইল উপজেলা ছাত্রলীগের বর্তমান কোন কমিটি নেই। সাবেক কমিটির নেতাকর্মীরাই উপজেলা ছাত্রলীগ নিয়ন্ত্রণ করছে বলে জানিয়েছে পুলিশ।
বিষয়: বিবিধ
৫৬২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন