চট্টগ্রামে মুক্তিযুদ্ধ গবেষক ও প্রকাশক জামালউদ্দিনকে হত্যার হুমকিদাতা ধরা পড়েছে
লিখেছেন লিখেছেন নুর হুসাইন ১৪ জুন, ২০১৮, ১২:৫২:৪৪ দুপুর
চট্টগ্রামে মুক্তিযুদ্ধ গবেষক ও প্রকাশক জামালউদ্দিনকে হত্যার হুমকিদাতা ধরা পড়েছে। তার নাম জানলে চমকে উঠবেন। তার নাম টিটু শীল জয়দেব। এর আগেও আমরা দেখেছি হাসান রুহানি নাম নিয়ে সুজন কুমার নামে এক যুবক মার্কিন রাষ্ট্রদুতকে হত্যার হুমকি দিয়েছিল।
আমি এইগুলোকে কোন ষড়যন্ত্র বলতে চাইনা। কিন্তু ঘর পোড়ার মধ্যে আলু পোড়া খাবার ইচ্ছে কেন হিন্দু সম্প্রদায়ের মধ্যে কারো কারো হচ্ছে সেটা গভীর অনুসন্ধানের দাবী রাখে। ঘটনা যতটুকু জটিল তার চাইতে জটিলতর দেখানোর চেষ্টা কেন এরা চালাচ্ছে তার সুলুকসন্ধান করলে একটা সত্যই বেরিয়ে আসবে, সেটা হচ্ছে ধর্ম সম্প্রদায় হিসেবে মুসলমানদের সহিংস, রক্তলোলুপ, অসহিষ্ণু হিসেবে পরিচয় করিয়ে দেয়া। এই কাজটা পলিটিক্যাল কাজ।
আমি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে অনেকবার বলেছি, বিজেপির হিন্দুত্ববাদের রাজনীতির ক্রীড়নক হইয়েন না। নিজের রাষ্ট্র বাংলাদেশ নিয়া ভাবেন। বাংলাদেশরে আরো ভালো রাষ্ট্র হিসেবে কীভাবে গড়ে তোলা যায় সেই তালাশ করি আসেন।
আপনার সমস্যারে আপনি সাম্প্রদায়িক সমস্যা হিসেবে তুলে ধরতে চান, এইটা সাম্প্রদায়িক সমস্যা না। এইটা রাষ্ট্র গঠনের সমস্যা, এইটা নাগরিক বোধ গড়ে না ওঠার সমস্যা। আপনি যেখানে শক্রিমান সেখানে আলফ্রেড সরেন নামের সাঁওতাল জমির হিস্যা চাইতে গিয়া খুন হয়ে যায় আপনার সম্প্রদায়ের হাতেই। নিরীহ সমির চৌধুরীকে হাতে অস্ত্র দিয়ে মাদক ব্যবসায়ী প্রমাণ করার চেষ্টা চালায় আপনার সম্প্রদায়ের মানুষই।
আপনারা ভুল পথে হাটতেছেন। বিজেপি আর শিবসেনাদের উস্কানি আপনাদের সম্প্রদায়ের সমুহ সর্বনাশ করবে।
আপনারা প্লিজ হুশে আসেন।
বিষয়: বিবিধ
৫০৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন