শাহজাহান বাচ্চুর হত্যাকাণ্ডে আমি বিচলিত হয়েছি আমার সাবেক দল সিপিবির জন্য

লিখেছেন লিখেছেন নুর হুসাইন ১৩ জুন, ২০১৮, ০১:৫১:১৫ দুপুর

শাহজাহান বাচ্চুর হত্যাকাণ্ডে আমি বিচলিত হয়েছি আমার সাবেক দল সিপিবির জন্য। এই প্রথম দেশের মানুষ জানলো এই দলের একজন নেতৃস্থানীয় সদস্য তার অবসরকালীন প্রায় পুরোটা সময় কি নিদারুণ নিম্নস্তরের নাস্তিকতার চর্চা করতো।

আজকের প্রথম আলো লিখেছে, শাহজাহান বাচ্চু কিছু সময় দোকানে বসে যে আড্ডা দিতো সেটাও কমিয়ে দিয়েছিলেন, কারণ দোকানদারেরা অনুযোগ করেছিল যে তিনি দোকানে এলে দোকানের বেচাবিক্রি কমে যায়। এই কথায় এটা খুব স্পষ্ট যে সমাজ তার সাথে সামাজিক সব সম্পর্ক বন্ধ করে দিচ্ছিলো।

তার লেখায় মানুষের মুক্তি নিয়ে কোন আলাপ নেই চলমান ফ্যাসিবাদ নিয়ে কোন আলাপ নেই, আছে এক নিদারুণ ধর্ম ঘৃণা, আর বিশেষ করে ইসলাম বিদ্বেষ। সিপিবি কি তার এই সদস্যের লেখালেখি পড়েছে? তারা কি এই লেখাগুলোকে ঔন করে? নাকি মনে করে যে তার যা খুশী লেখার অধিকার আছে? ধর্মকে এবং বিশেষ করে ইসলাম ধর্মকে সব সমস্যার মুলে মনে করাটা তো ওয়ার অন টেররের প্রজেক্ট। এই প্রজেক্টে সিপিবি থাকবে কেন?

"ধর্ম ও নাস্তিকতা বাঙালি কমিউনিস্টদের ভ্রান্তিপর্ব" বইটা লেখার জন্য আমাকে সিপিবি থেকে বহিষ্কার করা হয়েছিল। আপনারা অনেকেই সেই বইটা পড়েছেন। আপনারাই বলেন এই বইটা লিখে আমি কী কবিরা গুনাহ করেছিলাম। কী এমন আছে বইটায় যার জন্য আমাকে সিপিবি বহিস্কার করে? কিন্তু শাহজাহান বাচ্চুকে তো তারা বহিস্কার করেনি।

সিপিবিকে এটার জন্য আত্মান্বেষণ করতে হবে, তাদের স্কুলিং এ কী সমস্যা আছে সেটা তাদেরকেই খুঁজে বের করতে হবে।

আমার এই লেখার সুযোগ নিয়ে শাহজাহান বাচ্চুর সতীর্থরা আমার দিকে আঙুল তুলে বলতে পারে আমি ভিকটিম ব্লেইমিং করে শাহজাহান বাচ্চুর হত্যাকাণ্ডের পক্ষে সাফাই গেয়েছি। মোটেই না। হত্যাকাণ্ড একটা ক্রিমিন্যাল অফেন্স, এর বিচার অবশ্যই চাই। আমি মানুষের জীবনের অধিকারের পক্ষে, তাই ক্রমাগতভাবে ক্রস ফায়ার, বিচার বহির্ভুত হত্যা, মব জাস্টিস এসবের বিরুদ্ধে লিখে যাচ্ছি বিরামহীনভাবে। আমি শাহজাহান বাচ্চুর খুনিদের বিচার চাই। এরসাথে এই খুনের ফলে যেই প্রশ্নগুলো জাতির সামনে হাজির হয়েছে সেটারো জবাব চাই।

আমি চাই দল হিসেবে সিপিবি গনমানুষের পক্ষে থাকুক। মানুষের আচরিত ধর্ম ও বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল থাকুক এবং মানুষের মুক্তির জন্য তার লড়াই অব্যাহত রাখুক। নাস্তিকতার চর্চা কোন কমিউনিস্টের কাজ নয়। তাই আমার মতো যারা আছে তাদের নয়, বরং অকমিউনিস্টদের আর ইসলামোফোবদের সিপিবি থেকে বিতারন করুন। আমার পরিবারের রক্ত আর ত্যাগ যেই দলের সাথে মিশে আছে সেই দল ভুল রাজনীতির জন্য নিঃশেষিত হয়ে গেলে তা আমার অপরিসীম বেদনার কারণ হবে।

আমি এখন সিপিবি না করলেও, এই দলের পিছনে আমার জীবনের সবচেয়ে উজ্জ্বলতম সময়টা ব্যয় করেছি এই নিম্নস্তরের নাস্তিকতার চর্চা করার ক্ষেত্র তৈরি করে দেয়ার জন্য নয়।শাহজাহান বাচ্চুর হত্যাকাণ্ডে আমি বিচলিত হয়েছি আমার সাবেক দল সিপিবির জন্য। এই প্রথম দেশের মানুষ জানলো এই দলের একজন নেতৃস্থানীয় সদস্য তার অবসরকালীন প্রায় পুরোটা সময় কি নিদারুণ নিম্নস্তরের নাস্তিকতার চর্চা করতো।

আজকের প্রথম আলো লিখেছে, শাহজাহান বাচ্চু কিছু সময় দোকানে বসে যে আড্ডা দিতো সেটাও কমিয়ে দিয়েছিলেন, কারণ দোকানদারেরা অনুযোগ করেছিল যে তিনি দোকানে এলে দোকানের বেচাবিক্রি কমে যায়। এই কথায় এটা খুব স্পষ্ট যে সমাজ তার সাথে সামাজিক সব সম্পর্ক বন্ধ করে দিচ্ছিলো।

তার লেখায় মানুষের মুক্তি নিয়ে কোন আলাপ নেই চলমান ফ্যাসিবাদ নিয়ে কোন আলাপ নেই, আছে এক নিদারুণ ধর্ম ঘৃণা, আর বিশেষ করে ইসলাম বিদ্বেষ। সিপিবি কি তার এই সদস্যের লেখালেখি পড়েছে? তারা কি এই লেখাগুলোকে ঔন করে? নাকি মনে করে যে তার যা খুশী লেখার অধিকার আছে? ধর্মকে এবং বিশেষ করে ইসলাম ধর্মকে সব সমস্যার মুলে মনে করাটা তো ওয়ার অন টেররের প্রজেক্ট। এই প্রজেক্টে সিপিবি থাকবে কেন?

"ধর্ম ও নাস্তিকতা বাঙালি কমিউনিস্টদের ভ্রান্তিপর্ব" বইটা লেখার জন্য আমাকে সিপিবি থেকে বহিষ্কার করা হয়েছিল। আপনারা অনেকেই সেই বইটা পড়েছেন। আপনারাই বলেন এই বইটা লিখে আমি কী কবিরা গুনাহ করেছিলাম। কী এমন আছে বইটায় যার জন্য আমাকে সিপিবি বহিস্কার করে? কিন্তু শাহজাহান বাচ্চুকে তো তারা বহিস্কার করেনি।

সিপিবিকে এটার জন্য আত্মান্বেষণ করতে হবে, তাদের স্কুলিং এ কী সমস্যা আছে সেটা তাদেরকেই খুঁজে বের করতে হবে।

আমার এই লেখার সুযোগ নিয়ে শাহজাহান বাচ্চুর সতীর্থরা আমার দিকে আঙুল তুলে বলতে পারে আমি ভিকটিম ব্লেইমিং করে শাহজাহান বাচ্চুর হত্যাকাণ্ডের পক্ষে সাফাই গেয়েছি। মোটেই না। হত্যাকাণ্ড একটা ক্রিমিন্যাল অফেন্স, এর বিচার অবশ্যই চাই। আমি মানুষের জীবনের অধিকারের পক্ষে, তাই ক্রমাগতভাবে ক্রস ফায়ার, বিচার বহির্ভুত হত্যা, মব জাস্টিস এসবের বিরুদ্ধে লিখে যাচ্ছি বিরামহীনভাবে। আমি শাহজাহান বাচ্চুর খুনিদের বিচার চাই। এরসাথে এই খুনের ফলে যেই প্রশ্নগুলো জাতির সামনে হাজির হয়েছে সেটারো জবাব চাই।

আমি চাই দল হিসেবে সিপিবি গনমানুষের পক্ষে থাকুক। মানুষের আচরিত ধর্ম ও বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল থাকুক এবং মানুষের মুক্তির জন্য তার লড়াই অব্যাহত রাখুক। নাস্তিকতার চর্চা কোন কমিউনিস্টের কাজ নয়। তাই আমার মতো যারা আছে তাদের নয়, বরং অকমিউনিস্টদের আর ইসলামোফোবদের সিপিবি থেকে বিতারন করুন। আমার পরিবারের রক্ত আর ত্যাগ যেই দলের সাথে মিশে আছে সেই দল ভুল রাজনীতির জন্য নিঃশেষিত হয়ে গেলে তা আমার অপরিসীম বেদনার কারণ হবে।

আমি এখন সিপিবি না করলেও, এই দলের পিছনে আমার জীবনের সবচেয়ে উজ্জ্বলতম সময়টা ব্যয় করেছি এই নিম্নস্তরের নাস্তিকতার চর্চা করার ক্ষেত্র তৈরি করে দেয়ার জন্য নয়।শাহজাহান বাচ্চুর হত্যাকাণ্ডে আমি বিচলিত হয়েছি আমার সাবেক দল সিপিবির জন্য। এই প্রথম দেশের মানুষ জানলো এই দলের একজন নেতৃস্থানীয় সদস্য তার অবসরকালীন প্রায় পুরোটা সময় কি নিদারুণ নিম্নস্তরের নাস্তিকতার চর্চা করতো।

আজকের প্রথম আলো লিখেছে, শাহজাহান বাচ্চু কিছু সময় দোকানে বসে যে আড্ডা দিতো সেটাও কমিয়ে দিয়েছিলেন, কারণ দোকানদারেরা অনুযোগ করেছিল যে তিনি দোকানে এলে দোকানের বেচাবিক্রি কমে যায়। এই কথায় এটা খুব স্পষ্ট যে সমাজ তার সাথে সামাজিক সব সম্পর্ক বন্ধ করে দিচ্ছিলো।

তার লেখায় মানুষের মুক্তি নিয়ে কোন আলাপ নেই চলমান ফ্যাসিবাদ নিয়ে কোন আলাপ নেই, আছে এক নিদারুণ ধর্ম ঘৃণা, আর বিশেষ করে ইসলাম বিদ্বেষ। সিপিবি কি তার এই সদস্যের লেখালেখি পড়েছে? তারা কি এই লেখাগুলোকে ঔন করে? নাকি মনে করে যে তার যা খুশী লেখার অধিকার আছে? ধর্মকে এবং বিশেষ করে ইসলাম ধর্মকে সব সমস্যার মুলে মনে করাটা তো ওয়ার অন টেররের প্রজেক্ট। এই প্রজেক্টে সিপিবি থাকবে কেন?

"ধর্ম ও নাস্তিকতা বাঙালি কমিউনিস্টদের ভ্রান্তিপর্ব" বইটা লেখার জন্য আমাকে সিপিবি থেকে বহিষ্কার করা হয়েছিল। আপনারা অনেকেই সেই বইটা পড়েছেন। আপনারাই বলেন এই বইটা লিখে আমি কী কবিরা গুনাহ করেছিলাম। কী এমন আছে বইটায় যার জন্য আমাকে সিপিবি বহিস্কার করে? কিন্তু শাহজাহান বাচ্চুকে তো তারা বহিস্কার করেনি।

সিপিবিকে এটার জন্য আত্মান্বেষণ করতে হবে, তাদের স্কুলিং এ কী সমস্যা আছে সেটা তাদেরকেই খুঁজে বের করতে হবে।

আমার এই লেখার সুযোগ নিয়ে শাহজাহান বাচ্চুর সতীর্থরা আমার দিকে আঙুল তুলে বলতে পারে আমি ভিকটিম ব্লেইমিং করে শাহজাহান বাচ্চুর হত্যাকাণ্ডের পক্ষে সাফাই গেয়েছি। মোটেই না। হত্যাকাণ্ড একটা ক্রিমিন্যাল অফেন্স, এর বিচার অবশ্যই চাই। আমি মানুষের জীবনের অধিকারের পক্ষে, তাই ক্রমাগতভাবে ক্রস ফায়ার, বিচার বহির্ভুত হত্যা, মব জাস্টিস এসবের বিরুদ্ধে লিখে যাচ্ছি বিরামহীনভাবে। আমি শাহজাহান বাচ্চুর খুনিদের বিচার চাই। এরসাথে এই খুনের ফলে যেই প্রশ্নগুলো জাতির সামনে হাজির হয়েছে সেটারো জবাব চাই।

আমি চাই দল হিসেবে সিপিবি গনমানুষের পক্ষে থাকুক। মানুষের আচরিত ধর্ম ও বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল থাকুক এবং মানুষের মুক্তির জন্য তার লড়াই অব্যাহত রাখুক। নাস্তিকতার চর্চা কোন কমিউনিস্টের কাজ নয়। তাই আমার মতো যারা আছে তাদের নয়, বরং অকমিউনিস্টদের আর ইসলামোফোবদের সিপিবি থেকে বিতারন করুন। আমার পরিবারের রক্ত আর ত্যাগ যেই দলের সাথে মিশে আছে সেই দল ভুল রাজনীতির জন্য নিঃশেষিত হয়ে গেলে তা আমার অপরিসীম বেদনার কারণ হবে।

আমি এখন সিপিবি না করলেও, এই দলের পিছনে আমার জীবনের সবচেয়ে উজ্জ্বলতম সময়টা ব্যয় করেছি এই নিম্নস্তরের নাস্তিকতার চর্চা করার ক্ষেত্র তৈরি করে দেয়ার জন্য নয়।

বিষয়: বিবিধ

৫৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File