This is not call crossfire I think this call demolished other party

লিখেছেন লিখেছেন নুর হুসাইন ৩০ মে, ২০১৮, ০১:০৪:১৩ দুপুর

যারা তথাকথিত ক্রস ফায়ার বা বন্দুক যুদ্ধে অপরাধের অভিযোগে ধৃত মানুষের হত্যাকাণ্ডকে সমর্থন করে তারা গণশত্রু। তারা আধুনিক রাষ্ট্র আর সমাজের শত্রু, তারা মানসিক রোগাক্রান্ত।

যেদিন বাংলাদেশে জনগনের শাসন প্রতিষ্ঠিত হবে তখন এই সব ক্রস ফায়ারের সমর্থকদের গণ মানসিক চিকিৎসা আর কাউন্সেলিং করে সমাজে ও রাষ্ট্রে পুনর্বাসিত করা হবে। কাউকে কাউকে আবারো স্কুলে ভর্তি করে দেয়া হবে। সেখানে রাষ্ট্র, আইন, নাগরিক ও মানবাধিকার নিয়ে বিশেষ কোর্স করানো হবে।

এদের তালিকা রাখুন, নইলে এই ভয়াবহ রোগাক্রান্তরা আমাদের আগামীর রাষ্ট্রকে কলুষিত করে দেবে।

আর হ্যা, সকল কথিত ক্রস ফায়ারকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে ধরা হবে এবং এর সাথে যুক্ত সকলের বিচার হবে।

বিষয়: বিবিধ

৫১০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

385446
৩১ মে ২০১৮ সন্ধ্যা ০৬:৪৬
শেখের পোলা লিখেছেন : ওটা পরকালেই সম্ভব। আমাদের দেশে ঐ "যে লঙ্কায় যায় সেই রাবণ হয়" অবস্থা। বিচার করবে কে?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File