খুলনা সিটিতে ‘নিয়ন্ত্রিত’ নির্বাচনের নতুন রূপ
লিখেছেন লিখেছেন নুর হুসাইন ১৭ মে, ২০১৮, ০২:০৯:২৮ দুপুর
প্রথম আলো
বাংলাদেশ
বাংলাদেশনির্বাচন
খুলনা সিটিতে ‘নিয়ন্ত্রিত’ নির্বাচনের নতুন রূপ
টিপু সুলতান ও সেলিম জাহিদ, খুলনা থেকে
১৭ মে ২০১৮, ১১:১৮
আপডেট: ১৭ মে ২০১৮, ১১:৫১
প্রিন্ট সংস্করণ
৪৮
খুলনা সিটি করপোরেশন নির্বাচন ছিল এই শহরের মানুষের জন্য এক নতুন অভিজ্ঞতা। কোনো দাঙ্গা-হাঙ্গামা না বাধিয়ে কেবল সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিয়ন্ত্রণে রেখে এবং প্রতিপক্ষকে চেপে ধরে ভোট নেওয়ার এমন দৃশ্য এই শহরের মানুষ আগে দেখেনি।
নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার সব ব্যবস্থাই ছিল-পুলিশ, র্যাব, বিজিবি, ম্যাজিস্ট্রেট ও টহল। এর মধ্যেই প্রতিপক্ষের এজেন্ট বের করে দেওয়া, দল বেঁধে বুথে ঢুকে ব্যালটে সিল মারা, বাবার সঙ্গে শিশুর ভোট দেওয়া, দল বেঁধে জাল ভোট দেওয়া, ভোটারদের প্রকাশ্যে ব্যালটে সিল মারতে বাধ্য করা, দুপুরের আগেই ব্যালট শেষ হওয়াসহ নানা ঘটনা ঘটেছে। পুলিশ ছিল নীরব দর্শকের ভূমিকায়। কোথাও কোথাও ছিল আওয়ামী লীগের প্রার্থীর কর্মীদের সহযোগিতার ভূমিকায়।
এই নির্বাচন কমিশনের দুর্বলতাও বেশ স্পষ্ট হয়েছে। তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে থাকলেও তারা সেভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। ফলে বিভিন্ন প্রার্থী ভোটের আগে ও ভোটের দিন নানা অভিযোগ করলেও কমিশন বেশির ভাগ ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে পারেনি।
মঙ্গলবার সকালে ভোট শুরুর পরপর বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার খবর আসতে থাকলেও কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল ভালো। বিক্ষিপ্ত কিছু কেন্দ্র ছাড়া পরিবেশও ভালো ছিল। মূলত বেলা সাড়ে ১১টা থেকে ভোটের পরিবেশ পাল্টাতে থাকে। বিভিন্ন কেন্দ্রে সরকারি দলের কর্মীরা ঢুকে ব্যালটে সিল মেরে বাক্স ভর্তি করে। যেসব কেন্দ্রে এসব হয়েছে, তা আধঘণ্টার বেশি স্থায়ী ছিল না। এরপর তারা সটকে পড়ে, সুযোগ বুঝে আবার ফিরে আসে। তারা ফিরে যাওয়ার পরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় হয় শৃঙ্খলা রক্ষার নামে। ততক্ষণে সাধারণ ভোটার আতঙ্কিত হয়ে কেন্দ্র ছাড়েন। আর, এসব চলে বেলা সাড়ে ১১ থেকে দুপুর সাড়ে ১২টায় সবচেয়ে বেশি। তবে শেষ সময় পর্যন্ত এ ধরনের খবর আসতে থাকে। ফলে দুপুরের পর ওই সব কেন্দ্রে তেমন ভোটার দেখা যায়নি।
বেশির ভাগ ক্ষেত্রে সরকারি দলের কাউন্সিলর প্রার্থীর লোকজন দলীয় মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের ব্যালটেই সিল মারে। সিল মারা ব্যালট বিভিন্ন কেন্দ্রে পড়ে থাকতেও দেখা গেছে। যা পরে সংবাদকর্মীরা ক্যামেরায় ধারণ করেন।
বুথ দখল করে একটি কেন্দ্রে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থীর পক্ষে সিল মারা হচ্ছে। পরে ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত হয়। ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় কেন্দ্র, খুলনা, ১৫ মে। ছবি: টিপু সুলতান
বুথ দখল করে একটি কেন্দ্রে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থীর পক্ষে সিল মারা হচ্ছে। পরে ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত হয়। ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় কেন্দ্র, খুলনা, ১৫ মে। ছবি: টিপু সুলতান
প্রথম আলোর আটজন সংবাদকর্মী দিনভর ৮০টি কেন্দ্র ঘুরেছেন। প্রায় সব কেন্দ্রের সামনে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের জটলা দেখা যায়। তাঁরা কার্যত কেন্দ্রের প্রবেশমুখ নিয়ন্ত্রণ করেন। ভোটার, পর্যবেক্ষক যে-ই আসুন, তাঁরা নজরদারি করেন।
১৫ মের নির্বাচনের ফল বিশ্লেষণে দেখা যায়, অন্তত ৫৪টি কেন্দ্রে অস্বাভাবিক ভোট পড়েছে। খুলনার খালিশপুরের ১০ নম্বর ওয়ার্ডের নয়াবাটি হাজি শরীয়তউল্লাহ বিদ্যাপীঠ কেন্দ্রে মোট ভোটার ১৮১৭ জন। ভোট গণনা শেষে দেখা গেল, এই কেন্দ্রে মাত্র একজন ছাড়া বাকি সবাই ভোট দিয়েছেন। এর মধ্যে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী পেয়েছেন ১ হাজার ১১৪ ভোট। ধানের শীষ পেয়েছে ৩৭৩ ভোট। ভোটের হার ৯৯ দশমিক ৯৪ শতাংশ।
এ রকম অস্বাভাবিক হারে ভোট পড়েছে আরও একটি ভোটকেন্দ্রে। খালিশপুরেরই ১০ নম্বর ওয়ার্ডের মাওলানা ভাসানী বিদ্যাপীঠ কেন্দ্রে (স্কুলভবনের দ্বিতীয় তলা) মোট ভোটার ১ হাজার ৫০৩ জন। ভোট পড়েছে ১ হাজার ৪৬৭টি। এর মধ্যে নৌকা পেয়েছে ৯৯৭ ভোট। ধানের শীষের পক্ষে পড়েছে ৩৯০। ভোটের হার ৯৭ দশমিক ৬০ শতাংশ।
ভোটকেন্দ্রে কাজ করছেন আওয়ামী লীগের একজন পোলিং এজেন্ট। তবে কেন্দ্রে ছিল না অন্য কোনো দলের পোলিং এজেন্ট। এইচ আর এইচ প্রিন্স আগাখান মাধ্যমিক বিদ্যালয়, খুলনা, ১৫ মে। ছবি: সাইফুল ইসলাম
ভোটকেন্দ্রে কাজ করছেন আওয়ামী লীগের একজন পোলিং এজেন্ট। তবে কেন্দ্রে ছিল না অন্য কোনো দলের পোলিং এজেন্ট। এইচ আর এইচ প্রিন্স আগাখান মাধ্যমিক বিদ্যালয়, খুলনা, ১৫ মে। ছবি: সাইফুল ইসলাম
নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে মোট ভোটার ১৫০৮। ভোট পড়েছে ১৩৭৮টি। ভোটের হার ৯১ দশমিক ৩৮ শতাংশ।
অথচ খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোটের গড় হার ৬২ দশমিক ১৯ শতাংশ। তিনটি কেন্দ্রে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে। ৮৫ শতাংশের বেশি ভোট বেশি পড়েছে ৩ কেন্দ্রে। ছয়টি কেন্দ্রে ৮০ শতাংশের বেশি ভোট পড়েছে। ৭৫ শতাংশের বেশি ভোট পড়েছে ১২ কেন্দ্রে। ৩০ কেন্দ্রে ভোট পড়েছে ৭০ শতাংশের বেশি।
ভোটের দিন বিভিন্ন কেন্দ্রে নানা অপ্রীতিকর ঘটনা ঘটে। শহরের বসুপাড়ায় নুরানি বহুমুখী মাদ্রাসা কেন্দ্রে নির্বাচন কমিশনের পর্যবেক্ষক দলের একজন সদস্য আওয়ামী লীগের স্থানীয় একজন নেতার হাতে অপদস্থ হন। তিনি বিষয়টি মোবাইল ফোনে তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনাস্থল থেকে জানিয়েছিলেন। কিন্তু কোনো প্রতিকার না পেয়ে নিজেই কেন্দ্র থেকে বেরিয়ে যান। তখন পেছন থেকে তাঁকে একরকম ধাওয়া করা হয়।
প্রায় সব ভোটকেন্দ্রের অনতিদূরে নৌকা প্রতীকের একটি করে অস্থায়ী নির্বাচনী কার্যালয় ছিল। সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে তাঁরা সেখানে অবস্থান নেন। অনেক কেন্দ্রে বিএনপির পোলিং এজেন্টরা সেখানে প্রথম বাধা পান। অনেকে শারীরিকভাবে আঘাত বা অপমান-অপদস্থ হয়ে সেখান থেকে ফিরে গেছেন। গণমাধ্যমের কর্মীরা কেন্দ্রে পৌঁছার আগেই, অর্থাৎ সকাল আটটায় ভোট গ্রহণ শুরুর আধঘণ্টা বা পৌনে এক ঘণ্টার আগেই এক দফা এ ঘটনাগুলো ঘটে।
ভোটের দিন নির্বাচনী এলাকায় ক্ষমতাসীন দলের সমর্থকেরা গাড়ি ও মোটরসাইকেলে নৌকা প্রতীকের স্টিকার লাগিয়ে অবাধে চলাচল করেন। এ ব্যাপারে একজন মোটরসাইকেলচালক ছাড়া পুলিশ বা ভ্রাম্যমাণ আদালত কাউকে শাস্তি বা অর্থদণ্ড করেছেন, এমন খবর পাওয়া যায়নি।
তবে রাতে ভোট গণনা শেষে যে ফলাফল আসে, তাতে ৪ লাখ ৯৩ হাজার ভোটারের মধ্যে ৩ লাখ ৬ হাজার ৬৩৬ ভোট পান পাঁচ মেয়র প্রার্থী। বাতিল হয় ৬ হাজার ৫৬৫ ভোট। আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক ১ লাখ ৭৮ হাজার ভোট পেয়ে জয়ী হন। বিএনপিসহ অন্য চার মেয়র প্রার্থী পেয়েছেন ১ লাখ ১১ হাজার ভোট। এর মধ্যে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু পান ১ লাখ ৯ হাজার ২৫১ ভোট।
কিন্তু প্রথম আলোর আটজন সংবাদকর্মী ৮০টি কেন্দ্র ঘুরে ধানের শীষ ব্যাজধারী বিএনপির ৮০ জন নেতা বা কর্মীকেও দেখতে পাননি।
তাহলে এই বিপুলসংখ্যক ভোট কারা, কখন দিল? কারণ, লাইনে দাঁড়ানো, ভোটকেন্দ্রে যাওয়ার সময় বা বুথফেরত অধিকাংশ ভোটারের হাতে ছিল নৌকা প্রতীকের ভোটার স্লিপ বা বুকে ছিল ব্যাজ। বিষয়টি খোদ তালুকদার আবদুল খালেককেও ভাবিয়েছে।
গতকাল বিজয়-পরবর্তী সংবাদ সম্মেলনে তালুকদার খালেক এ প্রসঙ্গে বলেন, ‘ভোটের দিন আমাদের কর্মীদের পরিচিতি ছিল, তারা নৌকার ব্যাজ পরে ছিল। কিন্তু আমি সারা দিন বিএনপির প্রতীকের ব্যাজধারী কাউকে কোনো কেন্দ্রে দেখিনি। এত ভোট কোত্থেকে এল!’
খুলনার ২৪ নম্বর ওয়ার্ডে সোনাপোতা স্কুল কেন্দ্রে নারী ভোটকেন্দ্রের সামনে বিএনপির প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। ছবি: প্রথম আলো
খুলনার ২৪ নম্বর ওয়ার্ডে সোনাপোতা স্কুল কেন্দ্রে নারী ভোটকেন্দ্রের সামনে বিএনপির প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। ছবি: প্রথম আলো
তালুকদার খালেক দাবি করেন, ভোট অবাধ, সুষ্ঠু হয়েছে। কেবল কিছু কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীরা কিছু বিশৃঙ্খলা করেছে। তার দায় তিনি নেবেন না।
তবে মোট যে ভোট পড়েছে, তা হিসাব করে দেখা যায়, কাউন্সিলরদের ভোটের চেয়ে মেয়র ভোট ৪১১টি বেশি পড়েছে। বিশ্লেষকদের মতে, কেবল কাউন্সিলর প্রার্থীদের কারও কারও জন্য বুথ দখল বা জাল ভোট দেওয়া হলে মেয়র প্রার্থীদের মোট ভোটের সংখ্যা কম হতো।
তালুকদার খালেককে দীর্ঘদিন থেকে জানেন, খুলনা শহরের এমন জ্যেষ্ঠ সাংবাদিক ও নাগরিক সমাজের কয়েকজনের সঙ্গে গতকাল এই প্রতিবেদকের কথা হয়। তাঁরা বলেন, খালেক সেই ব্যক্তি, যিনি ২০১৩ সালে মেয়র নির্বাচনে বিনা বাক্যে পরাজয় মেনে নিয়েছিলেন। তাঁর মতো ব্যক্তি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকদের পুলিশ দিয়ে মাঠছাড়া করে এভাবে জিতবেন এবং তাতে তাঁর সায় থাকবে, তা অনেকেই ভাবতে পারেনি। এই শহরের মানুষ এ ধরনের নিয়ন্ত্রিত ভোটও আগে কখনো দেখেনি।
এর মধ্যে সিপিবির মেয়র পদপ্রার্থী মিজানুর রহমান অনেকটা আক্ষেপ করে প্রথম আলোকে বলেন, এই নির্বাচনে তালুকদার আবদুল খালেক মেয়র হলেন, কিন্তু বিসর্জন দিলেন তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। এই মন্তব্য সম্পর্কে গতকাল সংবাদ সম্মেলনে তালুকদার খালেককে প্রশ্ন করা হলেও তিনি এড়িয়ে যান।
বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর দাবি, খুলনায় ভোট ডাকাতির একটা নতুন সংস্করণ হয়েছে। আগামী জাতীয় নির্বাচনের আগে তার একটা মহড়া হয়ে গেছে।
বিশ্লেষকেরা বলছেন, এই নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন কমিশনেরও একটা পরীক্ষা হয়েছে। তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। সচেতন নাগরিক কমিটির খুলনার সভাপতি আনোয়ারুল কাদির নির্বাচন কমিশনের ভিজিল্যান্স টিমের সদস্য। তিনি ভোটের দিন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, খুলনা সিটি নির্বাচনে নির্বাচন কমিশন যে ভূমিকা রেখেছে, তেমনটা যদি জাতীয় নির্বাচনে রাখে, তবে সেই নির্বাচন নিয়ে শঙ্কা আছে। কমিশনের উচিত হবে খুলনার নির্বাচনের ভুলত্রুটি থেকে শিক্ষা নেওয়া।
আরও পড়ুন
খুলনায় সিটি নির্বাচনে বাবার সঙ্গে ভোট দিল দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ছেলে
খুলনা সিটি নির্বাচনে পরিবেশ দৃশ্যত শান্ত, তবে সরকারি দলের নিয়ন্ত্রণে
খুলনায় একদল যুবক জোর করে ব্যালট পেপারে সিল মারেন
খুলনা সিটি নির্বাচনে একটি ভোটকেন্দ্র স্থগিত
আরও সংবাদ
বিষয়:
নির্বাচনসিটি নির্বাচনখুলনা সিটি নির্বাচনরাজনীতি
বিএনপি পুরোপুরি অসৎ: জয়
গাজীপুরের নির্বাচন নিয়ে নতুন করে ভাববে বিএনপি
মনিরুল হত্যা: ষড়যন্ত্রমূলক মামলার অভিযোগ
খুলনায় নির্বাচনী অনিয়মে হতাশ যুক্তরাষ্ট্র
মন্তব্য ( ৪৮ )
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
নাম প্রকাশে অনিচ্ছুক
মাকালফল মার্কা নির্বাচন পদ্ধতিতে নির্বাচন...আরকি....!
১৯
নাম প্রকাশে অনিচ্ছুক
এই সরকার নির্বাচন এবং মতপ্রকাশের স্বাধীনতাকে মহাকাশে পাঠিয়ে ছাড়বে।
১৯
নাম প্রকাশে অনিচ্ছুক
why do we need democracy?
৬
নাম প্রকাশে অনিচ্ছুক
প্রথম আলোকে অসংখ্য ধন্যবাদ দেশের ক্রান্তিলগ্নে এই রকম সাহসী প্রতিবেদন করার জন্য।
২৪
User Picture
Eyaqub
এভাবেই জয় বাংলা বলে আগে বাড়বে...... কিছু করার আছে?
৯
User Picture
Aktaruzzaman
খুলনায় সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের প্রেস্টিজ নিয়ে টানাটানি হত, তাতে তাদের অহমিকায় টান পড়ত।
৭
User Picture
Mahadi Sikder
আমি অবুঝ একটা জিনিস বুঝি না, আওয়ামী লীগ এত এত এত এত এত উন্নয়ন করতেছে, প্রবৃদ্ধি সূচক আকাশে গিয়ে ঠেকতেছে, তাদের ভাষায় এই সরকার অন্য যে কোন সরকারের চেয়ে বেশি সফল। তাহলে জনগণ তাদের ভোট দেয় না কেন?
৮
User Picture
Md. Hanif
This is called AL they can do anything.
৬
User Picture
hazrot ali
লজ্জার কতা কি আর বলবো। তাইতো হয়া আসতেছে।
৮
নাম প্রকাশে অনিচ্ছুক
ষোলোকলা রপ্ত করে ফেলেছে আওয়ামী লীগ!
৭
User Picture
Sengupta
কিছু অনিয়ম সবখানে হয়ে থাকে।ভারতের পশ্চিম বাংলার মত নয়। সেখানে র্নির্বাচনেও রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে রয়েছে সশস্ত্র ‘উন্নয়ন।কিংবা পুলিশের গলায় হাঁসুয়া আর কপালে বন্দুক ঠেকিয়ে ব্যালট লুঠ!‘বুকে পিস্তল ঠেকিয়ে ওরা বলল, ছবি তুললেই মেরে দেব। ছবি তোলার চেষ্টা করতেই বুকে ঠেকানো হল পিস্তল। নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন আনন্দবাজার পত্রিকার সাংবাদিক। তারপরেও কি বলবেন আমাদের খুলনার ভোট খুব খারাপ হয়েছে?
৪
নাম প্রকাশে অনিচ্ছুক
Democracy-democracy game already played many years. We need to stop it.
৩
নাম প্রকাশে অনিচ্ছুক
অনবদ্য প্রতিবেদন!! তথ্যবহুল, সরেজমিন বিশ্লেষণে প্রকৃত চিত্র তুলে ধরেছেন! মানুষের প্রত্যক্ষ অভিজ্ঞতাও যখন ভুল বলা হয় তখন এরকম সাক্ষ্য প্রমাণ সত্য আর ন্যায়ের জন্য অবশ্যই ইতিবাচক।
১০
User Picture
shahadat hossain
মন্তব্য নিষ্প্রয়োজন !!!
১
User Picture
Ubaidur Rahman Najib
মঞ্জু সাহেব যখন ৭১ টিভি লাইভে সাংবাদিক দের জাল ভোট দেখাইতে ছিলেন আর দুঃখ ভরা হাসি মুখে বলছিলেন আমাদের আর কি করার আছে।তখন অনেকক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলাম।আর এই রিপোর্টি পড়ে আবার চিন্তায় পড়েগেলাম।
৭
নাম প্রকাশে অনিচ্ছুক
তস্করবৃত্তিতে অস্কার
৫
User Picture
শাদনান মাহমুদ নির্ঝর
আওয়ামী লীগ স্মার্ট দল, বিএনপি স্মার্টনেসের দিক থেকে আওয়ামীলীগের চেয়ে কয়েক গুন পেছনে এইটাই সমস্যা। উন্নয়ন দেখানো হোক, জিডিপি প্রবৃদ্ধি দেখানো হোক অথবা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হোক আওয়ামী লীগ একটার পর একটা স্মার্ট মুভ নিচ্ছে আর বিএনপি সেই "আমার মা/তারেক জিয়া/ওরা খারাপ" এই সব রেকর্ডই বারবার বাজাচ্ছে। বিএনপির মাথায় এখন বুদ্ধিমান কাউকে দরকার। 'নাম প্রকাশে অনিচ্ছুক' হিসেবে কমেন্টের পর কমেন্ট করলে অথবা পার্টি অফিসে কান্নাকাটি করে রাজনীতি হয় না।
৯
User Picture
রাজিব
বিএনপির কি করা উচিত আপনি বলুন !
২
নাম প্রকাশে অনিচ্ছুক
খুলনা সিটি নির্বাচনে নির্বাচন কমিশন যে ভূমিকা রেখেছে, তেমনটা যদি জাতীয় নির্বাচনে রাখে, তবে সেই নির্বাচন নিয়ে শঙ্কা আছে।
১
নাম প্রকাশে অনিচ্ছুক
রুপম কিছু বলল না!!!
৪
User Picture
সোহেল খান
It was a well planned vote rigging. This is what a old party of Bangladesh is doing. It is so sad and disappointing.
২
User Picture
Hasan Ahmed
এই আ. লীগের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না।
৮
নাম প্রকাশে অনিচ্ছুক
predictable!!!
২
User Picture
খান
চমৎকার নির্বাচন হয়েছে
০
User Picture
Abul Ahsan Ahmed
বিএনপি জিতলেই নির্বাচন সঠিক আর আওয়ামী লীগ জিতলে বেঠিক??
৪
User Picture
Motaleb hossain
রিপোর্র্টে হারা-জিতা'র কোনো কোনো ব্যাপার নিয়ে কি লিখেছে ??
২
User Picture
Md. Torikul Islam
আন্দালিব ভাই কই? কিছু বলেন ভাই
৭
নাম প্রকাশে অনিচ্ছুক
লজ্জা লাগে। সারা বিশ্ব জেনে গেছে।
১০
নাম প্রকাশে অনিচ্ছুক
আর যে সব কেন্দ্রে ব্যালট পেপার সকালেই শেষ হয়ে গিয়েছিল সেইসব কেন্দ্রে কত পারসেন্ট ভোট পড়েছে? বড় জানতে ইচ্ছে করে!!
৩
নাম প্রকাশে অনিচ্ছুক
কি বলছেন এসব? চমৎকার নির্বাচন হয়েছে-নির্বাচন কমিশন।
৭
নাম প্রকাশে অনিচ্ছুক
প্রথমআলোর সাহসী ভুমিকার প্রশংসা করি।
৩
User Picture
shahadat hossain
মন্তব্য নিষ্প্রয়োজন
৪
নাম প্রকাশে অনিচ্ছুক
নির্বাচন সুষ্ঠু হয়েছে-ওবায়দুল কাদের।
গণতন্ত্রের বিজয় হয়েছে-নাসিম।
৩
নাম প্রকাশে অনিচ্ছুক
অল্প কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে - নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা।
৩
নাম প্রকাশে অনিচ্ছুক
আগে উন্নয়ন পরে নির্বাচন।
৩
User Picture
sultan ahmed bulu
জানি আমাদের সত্যি কথা শুনিবার লোক নেই। হয়তো আছে তবে বাধ্য হয়ে অনিয়মকে মেনে নিয়ে যাচ্ছে। খালেক সাহেব যেভাবেই হোক প্রতিনিধি হয়েছেন ঠিক তবে নষ্ট করে ফেলেছেন নিজের প্রসংশনীয় রাজনেতিক ব্যক্তিত্ব। এই রকম নির্বাচনে জয়ী হওয়া যায় ঠিক কিন্তু বিবেকের কাছে হেরে যায় মানুষ। খুলনাবাসী মেয়র পেয়েছে ভোট হয়েছে কিন্তু হেরে গেছে গনতন্ত্র।
৪
নাম প্রকাশে অনিচ্ছুক
আন্দালিব এবং রুপম এর মন্তব্য খুব মিস করছি। ভাইরা জলদি এসে আপনাদের মূল্যবান মন্তব্য দেন।
৩
নাম প্রকাশে অনিচ্ছুক
দেশে কোন নির্বাচনের দরকার নাই, শুধু শুধু টাকা নষ্ট করার মানে হয়?
৬
User Picture
Shafiq Islam
Many thanks thanks Daily Prothom Alo.
৭
নাম প্রকাশে অনিচ্ছুক
প্রথম আলো একারণেই প্রথম আলো!
৭
User Picture
Mohammad Yousuf Sadik
এই নির্বাচনে তালুকদার আবদুল খালেক মেয়র হলেন, কিন্তু বিসর্জন দিলেন তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন
৪
নাম প্রকাশে অনিচ্ছুক
Where is Andaleb & Rupom? They r in west bengal now
৩
User Picture
Maksud
এতো চমৎকার নির্বাচন-নির্বাচন খেলাটাকে এই প্রতিবেদক পক্ষপাতদুষ্ট প্রমান করতে উঠে পরে লেগেছেন।
৩
নাম প্রকাশে অনিচ্ছুক
Vote rigging and irregularities in Khulna is pre planned. Rule of EC, Police, Rab is questionable. But Most of Medias have hidden truth.
২
User Picture
Mr.RupoM
একদিন বিরতি দিয়ে পরাজিত পক্ষের বিলাপ আবার নুতন করে শুরু হয়েছে। ২৮৯ কেন্দ্রের যেখানে অনিয়ম ও দুর্নীতির কাজ হয়েছে সেই তিন কেন্দ্র কিন্তু ভোটের দিনই বন্ধ করে দেয়া পয়েছে অভিযোগ প্রমানের পর তার পরও ইনিয়েবিনিয়ে সেই অনিয়ম নিয়েই পরাজিত পক্ষ মেতে রয়েছে। ফলাফলও তিন কেন্দ্র ছাড়াই বিএনপি প্রায় ৭০ হাজার ভোটের ব্যাবধানে পরাজিত হয়েছে। কোন দিন কোন সালে বাংলাদেশের নির্বাচনে টুকিটাকি গণ্ডগোল বা অনিয়ম হয়নি? আরো ২-৪-১০টি কেন্দ্রেও কিছুটা অনিয়ম হলেও হতে পারে তবে তা কখনোই ৯০ % সুষ্ঠু ও সফল ভোট গ্রহন কেন্দ্রের সাথে গুলিয়ে ফেলেলে হবেনা। পরাজিত পক্ষ সব সময়ই দোষ খুজে বেড়ায়!
৮
নাম প্রকাশে অনিচ্ছুক
দেশে বর্তমান রাজনীতির কলা-কৌশল এতই দ্রুত পরিবর্তনশীল ও অপ্রতিরোধ্য যে সেটা আইন-কানুন, বিধি-নিষেধ সব কিছুকেই ছাড়িয়ে যাচ্ছে!
৫
User Picture
syed ahammad
ধন্যবাদ প্রথম আলো। আপনাদের তথ্য ও গবেষণা নির্ভর রিপোর্ট করার জন্য। আমরা সব সময় আপনাদের কাছ থেকে এমন বস্তুনিষ্ঠ রিপোর্ট আশা করি। আমরাও মার্কিন রাষ্ট্রদূতের মতো খুলনা নির্বাচন নিয়ে হতাশ। তবে হতাশ হয়েছি ইলেকশন গ্রুপের পর্যবেক্ষন নিয়ে। তারা তাদের পর্যবেক্ষণে উল্লেখ করেছে শতকরা ৩২ শতাংশ কেন্দ্রে অনিয়ম হয়েছে তবে তা নির্বাচন ফলাফলকে প্রভাবিত করার মতো নয়। ২৮৯ এর ৩২ শতাংশ = ৯৩ টি কেন্দ্র আর পরাজিত প্রার্থী দাবী করেছেন ১০৫ টি কেন্দ্র অনিয়ম হয়েছে। তাদের উভয়ের পর্যবেক্ষনের মাঝামাঝি হিসাবে আমরা যদি ধরে নিই ১০০ টি কেন্দ্রে অনিয়ম হয়েছে।তাহলে ১০০ টি কেন্দ্রে গড়ে ৬৫০টি করে জালভোট পড়লে নির্বাচনের ফলাফলকে অবশ্যই প্রভাবিত করা স
বিষয়: বিবিধ
৬৩২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন