নবোদ্যম
লিখেছেন লিখেছেন গোলাম হাসনাইন আসাদুজ্জামান ১৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:৩৬:১৮ রাত
নবোদ্যম
********************************
গোলাম হাসনাইন আসাদুজ্জামান
********************************
তুমি কি জানো?
সাত-সমুদ্দুর তেরো-নদী পারি দিবো কিভাবে?
মাঝি তার বেহাল দশা
রঙ্গিন সাজে নাইয়ে বসা
হুশ তার কবে হবে!
হে আত্মীয় তুমি কি জানো?
অগ্নি সিন্ধু ফুসছে, রোষছে দহন ঢেউ
আমি পুড়বো, আমি মরবো
এরপরেও বাঁচার আশা কেনো!!
তুমি কি জানো?
মরীচিকা মরুভূমি কোথা পাবো জল!
কৃপণ আসমানে নাই মেঘ,
হে অধিপতি! দয়াবারি কোথায় পাবো
তুমি কি জানো?
আমি আমার হত্যাকারী হবো!
আমাকে আমি পরাজয় করে বিজয় ছিনিয়ে নেবো!
আমি হবো তুমি
চাবুক মেরে মাঝির পিঠে ঘুম ভাঙ্গাবো!
রক্ত-শীতল নদীর বুকে আগুণ দেবো!
আমি শুধুই তোমার হবো
তুমি কি জানো?
_________________________________________
বদ্ধভবন,উন্মোক্ত বাতায়ন,অপরাহ্ণ ০৩/১/১৮
বিষয়: সাহিত্য
৫৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন