ধর্ম ধর্ম অধর্ম

লিখেছেন লিখেছেন নুর আলম সিদ্দিক ২২ জানুয়ারি, ২০১৮, ০১:৪৮:৫০ দুপুর

পাশের গ্রামে ওয়াজ মাহফিল, সমস্তদিন মাইকিং করা হয়েছে - ' .... যোগদান করিয়া দো জাহানের কামিয়াবি হাসিল করুন' ! তো ঐ মাহফিলে যোগ দিলে দো জাহানের কামায়াবি হবে, এমন টা শুনে প্রত্যেক বারই হেঁসেছিলাম আমি।

হাঁসির কারন, সেটাই বলতেছি। ওই মাহফিলে যিনি সভাপতিত্ব করবেন উনি বাপ পন্থি নেতা, উনি প্রায়ই বলে থাকেন, ওনার না কি স্রষ্টায় তেমন বিশ্বাসই নেই! যারা মাহফিলের আয়োজন করেছেন তারা সুদ ঘুষের টাকায় পয়সা ওয়ালা, মসজিদের বারান্দায় বছরে একবার যায় না! বিশেষ অতিথী যিনি, তার বিরুদ্ধে আবার থানায় সম্প্রতি নারী ধর্ষনের দুটো মামলা হয়েছে!

তো ঐ মাহফিলে যিনি মহামূল্যবান বক্তব্য পেশ করবেন, তিনি না কি পীরে কামেল, মাওলানা আবার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা! সব ঠিক আছে, তবে কথায় কথায় জানতে পারলাম, উনি দুইঘন্টা মাহফিলে বক্তব্য দিবেন, হাদিয়া নিবেন ২০ হাজার!

আমার বাবা একজন শিক্ষক, মাস শেষে তার বেতন ১৮ হাজার টাকা, আর ঐ ব্যাটা কন্টাকে ২ ঘন্টা বক্তব্য দিয়েই পাবে ২০ হাজার! এটা না কি হাদিয়া! বাহ্ কি সুন্দর ব্যাবসা!

এসব তথ্য জানার পর ঐ মাহফিলে যোগ দিলে দো জাহানের কামিয়াবি হাসিল হবে , বাক্যটা শুনলে তো হাঁসি পাবেই ।

তো সমস্ত দিনের পর রাত্রে মাহফিলের কার্যক্রম শুরু হলো। আমি যাবো না যাবো না করেও গেলাম! মা রাগারাগি করে পাঠিয়ে দিলো আর কি! বাড়ির পাশে মাহফিল হলে না কি যেতে হয়! তো গিয়ে তো আমার চোখ চড়কগাছ! এ ওয়াজ মাহফিল না কি বিয়ে বাড়ি? যেভাবে ব্যায়বহুল ভাবে আলোকসজ্জা করা হয়েছে তাতে অবাক না হয়ে পারলুম না।

অথচ আমি জানি, অপচয়কারী শয়তানের ভাই। তো যারা এত আয়োজন করে মাহফিলের ব্যাবস্হা করেছেন - তাতে এত আলোকসজ্জা তো অপচয়! তাহলে.....

শুধু এই একটি ওয়াজ মাহফিল নয়, এখন গ্রামে গ্রামে - বলা চলে বাড়ি বাড়ি মাহফিল হয়! সব মাহফিলে ঔ একই দশা! হেমন্তের ধান কাটার পর হতে প্রায় রাত গুলো ঘুমাতে পারি নি, পাড়ায় পাড়ায় এই মাহফিলের জন্য!

শুধু কি মাহফিল! হিন্দুদের হরিসভা তো আছেই! রাত জুড়ে মাইকের শব্দ বেজেই চলে....! উফ ধর্ম ধর্ম, ধার্মিকেরা রাত জুড়ে স্রষ্টার গুনকীর্তন করে!

লেখক: নুর আলম সিদ্দিক

বিষয়: বিবিধ

৪৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File