বোনের আধখাওয়া দেহ
লিখেছেন লিখেছেন শামিম ইশতিয়াক ১৯ ডিসেম্বর, ২০১৭, ১০:২৩:০৫ রাত
বোনের আধখাওয়া দেহ
---- শামিম ইশতিয়াক- Shamim Istiak
কেটেছে সাতচল্লিশ বছর,
রুক্ষমূর্তি আজো স্পষ্টবাদী,
রক্তেভেজা একাত্তরের পাষণ্ড বাসর
সম্ভ্রমহারা আমার বোন ছিলো বুঝি অপরাধী?
লাল সবুজের পতাকা দেখেছো
দেখেছো হায়েনা ক্যাম্পে মায়ের ব্যাথা?
লাল সবুজের পাঞ্জাবি শাড়ি গায়ে
জানতে চেয়েছো অভুক্ত যোদ্ধাদের কথা?
জুরায়ুতে বিষাক্ত শুক্রাণু,
কেমন করিয়া বোনটি ভুলে,
প্রভাতেই তারে দেখিতে পাই
গাছের সাথে উড়না দিয়ে ঝুলে।
বাদ যায়নি রাজাকারেরাও
বোনের আধখাওয়া দেহ,
আষ্টে,বাসি বোনটিকে ছাড় দেয়নি কেহ।
আজকে যে বিজয় তোমার
আমি ত ভাই বোন হারা,
গণকবরে খুজেছি অনেক
পাইনি কিছু হাড্ডি কজ্ঞাল ছাড়া।
বিজয়কেতন উড়াতে গেলেই
রক্ত দেখি রোজ,
প্রতিশোধের অমিয় নেশায়
নয়টি মাসের করি আমি খোজ।
পতাকাধারী দেশপ্রেমিক
সেজেছে আজ সবাই,
পাক বাহিনির দোষরেরা
মিলে মিশে ভাই ভাই।
------©-----
শামিম ইশতিয়াক
বিষয়: সাহিত্য
৫৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন