ফিরে এলাম ভিন্ন নামে
লিখেছেন লিখেছেন পারুসত্যলিখন ০৯ অক্টোবর, ২০১৭, ১২:০৩:৪০ রাত
আসসালামু আলাইকুম।
আমার প্রাণপ্রিয় ও সন্মানিত ব্লগার ভাই বোনেরা কেমন আছেন? প্রায় দীর্ঘ বছর মাস আপনাদের ছেড়ে দূরে ছিলাম।
আমি অন্য কেউ নই।আপনাদের ব্লগার বোন সত্যলিখন (পারভিন সুলতানা)। পাসওয়ার্ড হারায়ে আজ রিক্তহাতে নতুন আইডি খুলে আবারো ব্লগে ফিরে আসলাম।কারন এই ব্লগের সাথে যে সহৃদয়তা সৃষ্টি হয়েছে তা ভুলার মত নয়।আত্তার সাথে মিশে যাওয়া আত্নিয় হয়ে আছেন সবাই।
আমি হারিয়েছি আপনার ইসলামীক অনেক জ্ঞানার্জনকারী লিখা। হারিয়েছি অনেক জ্ঞানী আল্লাহর অলিদের। সব আল্লাহর ইচ্ছা। আলহামদুলিল্লাহ। আমি আবার ফিরে পেয়েছি আমার ব্লগারদের হয়ত কেউই আজ আর আমাকে চিনবেন না। আমি সবাইকে খুব মিস করেছি ও আল্লাহর সাহায্য চেয়েছি আপনাদের সুস্থ্যতা ও নেকহায়াতের জন্য।আমিন।
বিষয়: বিবিধ
৫৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন