★আমার কলমের শক্তি★ >> নাদিরা শিমু <<
লিখেছেন লিখেছেন নাদিরা শিমু ২২ সেপ্টেম্বর, ২০১৭, ০৬:০২:৪১ সন্ধ্যা
আমাদের সবার জানা উচিত যে,অতীত কাল থেকেই পেশির শক্তির চেয়ে কলমের শক্তির মূল্য বেশী।ইসলামের ইতিহাস তার প্রমান। আর বর্তমানে বাংলাদেশের উদাহারন মাহমুদুর রহমান, আসিফ নজরুল,নুরুল কবীর, এক একজন কলম যোদ্ধা।আসলে লেখকের কলম থামানো কারো পক্ষে সম্ভব নয়। আমাদের বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম বাক শক্তি হারিয়েও কলম চালিয়ে ছিলেন। তাই নবীনবন্ধুদের কাছে আমার চাওয়া,কলম যোদ্ধা হিসাবে কিছু লেখার চেষ্টা করুন।তাহলে অতি অল্প সময়ে বাংলাদেশে কোরানের আইন বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। কবিতা লিখার জন্য আমাদের প্রিয় নবী করীম (সঃ) সরাসরি নির্দেশ। রাসুল (সঃ) বলছেন:-
" যাও তোমরা মুশরিকদের বিরুদ্ধে কবিতার যুদ্ধ শুরু কর। মুমিনেরাতো লড়াই করে জান-মাল দিয়ে। যার হাতে মুঠোয় মুহাম্মদের আত্মা,তার শপত করে বলছি,তীরের তীক্ষন ফলা যেমন কলিজা ঝাঁঝরা করে দেয় তেমনি তোমাদের কবিতাও মুশরিকদের বুক ঝাঁঝরা করে দেবে"।তাই আমাদের হতাশ হওয়ার কারন দেখিনা।
অতএব,হতাশা ভুলে সমস্যা মনে না করে প্রতিকুল অবস্তার মধ্যেও কলম ধরতে হব।
বিষয়: বিবিধ
৭৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন