"নিজেকে আড়ালে রাকি আপনজন চেনার স্বার্থে" "নাদিরা শিমু"
লিখেছেন লিখেছেন নাদিরা শিমু ২০ সেপ্টেম্বর, ২০১৭, ০১:৪৫:২৭ দুপুর
★ মাঝে মাঝে টুপ করে হারিয়ে যেতে হয়....আড়ালে করে নিতে হয় নিজেকে....একটুখানি আড়াল করলেই মানুষ গুলোকে খুব সহজেই চেনা যায়.... সবসময় নিজেকে এক রকম ভাবে রাখলে কখনোই তুমি কাছের মানুষ গুলোকে চিনতে পারবেনা!!!
★ এজন্য মনের দরজা তালা লাগিয়ে কিছুদিন ঝিম মেরে বসে থাকো দেখবে কিছু মানুষ তোমাকে খুঁজছে, আর কিছু মানুষ ভুলে গেছে....তখন তুমি নিজেই বুঝতে পারবে কে তোমার কাছের মানুষ কে তোমার দূরের মানুষ। সুখের মূহুর্তে, আনন্দের সময় পাশে থাকবে এমন মানুষের অভাব নেই পৃথিবীতে....কিন্তু একাকিত্বের সময়, মন খারাপের সময় পাশে থাকবে মানুষ গুলোকে একটু আলাদা করে চিনে রাখো কোন একদিন প্রয়োজন পড়বেই।
বিষয়: বিবিধ
৭২৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন