মৃত্যু

লিখেছেন লিখেছেন অনুতপ্ত ২০ সেপ্টেম্বর, ২০১৭, ০৯:১৪:৫৯ রাত

বিদায় স্বার্থপর পৃথিবীর কাছ থেকে॥

যদি চলে যাই বিদায় নিয়ে, এই পৃথিবীর কাছ থেকে।

সমুদ্র কখনো কান্না করবে না আমার জন্য। তার জল ধারার একটুও ধার দেবেনা আমাকে। এই জল শুধু তার।

আমার অশ্রুহীন হৃদয়ের কান্নায় তার মন গলে নোনতা পানি হয়ে পড়বে না। স্বার্থপর এ পৃথিবী। হয়ত বিদায় নিব এ পৃথিবী হতে।

আমি মনিষী হতে চাই না। আমি চাই না তার মত এই নিষ্ঠুর পৃথিবীতে ফিরে আসতে। মানুষের উপর ই যে বর্বরতা ।

হারিয়ে যাব দূর কোন বাস্তবতায়,অম্লান হয়ে যাব মহাশূণ্যে

বিষয়: বিবিধ

৬৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File