বিচারপতির চতুরতা
লিখেছেন লিখেছেন কমরেড মাহফুজ ২৬ আগস্ট, ২০১৭, ০৭:১৫:৩৪ সকাল
চতুর সুরেন্দ্র কুমার সিনহা বেশ চতুরতার সংগে দুর্দান্ত একটা চাল চেলেছেন।
এবং আমি নিশ্চিত বিএনপি এই চাল-এ নির্ঘাত আটকা পরবে।
কারণ বিএনপিতে প্রতিভাবান নেতৃত্ব খুঁজে পাওয়া কষ্টকর।
সুরেন্দ্র কুমার সিনহা প্রধান বিচারপতি পদে বসে বেশ কয়েকজন নিরাপরাধ ব্যক্তিকে মিথ্যা ও প্রহসনের বিচারের নামে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে যেটাকে সহজে বললে বলা হয় 'রাষ্ট্রিয় হত্যাকান্ড'।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা একজন হত্যাকারী, খুনী।
দেশব্যাপী চলা হত্যাকান্ড, খুন, গুম, ধর্ষন এসবের দায় থেকেও মুক্ত হতে পারেন না সিনহা বাবু।
খুবই চতুরতার সগে তিনি ষোড়শ সংশোধনী বাতিল করে দিলেন। নিজেকে বাহাদুর প্রমাণ করার্থে।
বোকা বাঙালী তা বেশ খেলও।
যেখানে পাকিস্তানী প্রধান বিচারপতি দুর্নীতির অভিযোগে সেদেশের প্রধানমন্ত্রী মিঞা নওয়াজ শরীফকে অপসারণ এবং বাকী জীবনের জন্য অযোগ্য ঘোষনা করার সাহস দেখায়- সেখানে সিনহা বাবু তার 'পর্যবেক্ষন' দেখিয়েছেন।
বলি, ওই পর্যবেক্ষন দিয়ে কি হবে?
তুমি প্রধান বিচারপতি। তুমি কি পারবে প্রয়োজনীয় প্রমাণ নিয়ে শেখ হাসিনাকে অবৈধ ঘোষনা করে অপসারণ করতে? তুমি কি পারবে বিচারপতি খায়রুল ইসলামের বাতিল করা রায়কে বাতিল করে দিয়ে 'তত্বাবধায়ক সরকার ব্যবস্থা' ফিরিয়ে দিয়ে দেশে কিছুটা হলেও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে?
না, মিষ্টার বাবু; ততটা মেরুদন্ড তোমার নেই- ভারত তোমাকে অতটা অবধি যাবার লাইসেন্স দেয়নি।
ভারত তার যে 'নতুন খেলাটা' খেলতে চলছে তা অত্যন্ত পরিষ্কার।
- সিনহা বাবুকে সকলের কাছে গ্রহনযোগ্য ব্যক্তি হিসাবে পরিণত করা হবে।
- একটা 'নির্বাচন কালীন সরকার' ব্যবস্থা গঠন করিয়ে সেই সরকারের প্রধান হিসাবে দায়িত্ব দেয়া হবে সুরেন্দ্র কুমার সিনহাকে।
- সিনহা বাবুর অধীনে আরও একটা তামাসার নির্বাচন করে আবারও ব্যাপক কারচুপি করে শেখ হাসিনাকেই বৈধ বানিয়ে ক্ষমতায় বসাবে এবং ভারতীয় বাদবাকী স্বার্থ উসুল করিয়ে নিবে।
কারণ, শেখ হাসিনার কোন 'নিরাপদ এক্সিট' খোলা নেই।
শেখ মুজিবের চেয়েও করুন পরিণতি থেকে রক্ষা করার জন্য এটা স্রেফ একটা ভারতীয় চাল।
বিএনপি'র কোনভাবেই উচিত হবে না সুরেন্দ্র কুমার সিনহা'কে বিশ্বাস বা ভরসা করা।
বিষয়: রাজনীতি
৬১০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন