আশ্চর্য হবার কিছু নেই!!!

লিখেছেন লিখেছেন কথিকা ০৫ আগস্ট, ২০১৭, ০৬:৪৮:৩৪ সকাল

নোমান মাহফুজ

বন্ধুত্বে প্রিয়তা থাকে আবার গাদ্দারীও থাকে। বন্ধনে কোমল হৃদ্ধতা থাকে আবার হিংস্রতার কালো থাবা থাকে। বন্ধু আর বন্ধুত্বে মনের পূর্ণতা যেমন থাকে তেমনি মানসিক অদৃশ্য যাতনাও থাকে। সেই ছোটবেলার কথা মনে করুন, যে বন্ধুত্বে সময়ের পরতে পরতে থাকতো হৃদ্ধতার নির্ভেজাল অটুট বন্ধন। বর্তমান সময়ের কুড়িয়ে পাওয়া বন্ধু আর বন্ধুত্বে শুধু ভেজালের ছড়াছড়ি। ছোটবেলার বন্ধুত্বে ছিলো না স্বার্থ, কিংবা বেঈমানি। এখন তো স্বার্থ আর বেঈমানি ছাড়া কোন বন্ধুত্ব নেই। যদিও আছে, তা শতকের মধ্যে দুইজনকে মিলে নিঃস্বার্থ। চলমান যুগে যেখানে ভাই ভাইকে বিশ্বাস করে না, ভাইয়ে ভাইয়ে স্বার্থের খেলা, সেখানে তো বন্ধুত্বের বিষয়আশয় ঠুনকো। বন্ধুত্বের খাতিরে বিপদ মুসিবতে পাশে থাকা যে যুগে বন্ধনের নৈতিকতা ছিল, এ যুগে তার উল্ঠো "স্বার্থতা"। স্বার্থ আছে, বন্ধুত্ব ঠিক আছে। স্বার্থ নেই, বন্ধু নেই, বন্ধুত্ব নেই, নৈতিকতা নেই।

বিষয়: বিবিধ

৫৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File