একটি চাকুরী

লিখেছেন লিখেছেন ভাবুক ১৭ জানুয়ারি, ২০১৮, ১২:৩২:৩৭ দুপুর

স্টেশনের আসছি অনেক আগে। কিন্তু ট্রেন আসছে না।তাই একটু আনমনা হয়ে দাঁড়িয়ে রইলাম। হঠাৎই প্রায় তিন বছরের একটা ফুটফুটে মেয়ে এসে আব্বু আব্বু বলে পেছন থেকে জড়িয়ে ধরলো। আমার বিয়ে হয়নি, তাই আব্বু ডাকটা বড় অবাক করার মতো ঠেকলো। পেছনে ফিরে যখনই মেয়েটার দিকে তাকাতে যাবো,তখনই চোখ পড়লো আমার সাবেক প্রেমিকা আনিতা, অনামিকা অনামিকা বলে মেয়েটার দিকে এগিয়ে আসছে। আনিতার সাথে আমার সম্পর্কটা চার বছর আগের। দশম শ্রেণী থেকে ঠিক কলেজ জীবন পার হওয়া পর্যন্ত। আমাদের সমাজে একটাই নিয়ম যে মেয়েরা একটু বড় হলে তার মা বাবা বিয়ে দেওয়ার জন্য উঠেপড়ে লেগে যায়। তার সাথে সম্পর্ক থাকা অবস্থায় তার জন্য অনেক সম্বন্ধ এসেছিল। কিন্তু আনিতা আমাকে ভালোবাসে বলে সব সম্পর্কেকে ভেস্তে দিয়েছিলো। যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলাম আনিতা বারবার বলেছিল কিছু একটা করতে যেন বাড়িতে সে বলতে পারি আমাদের সম্পর্কের কথা। কিন্তু মাধ্যমিক পাশ ছেলেকে চাকুরী দিবে কে? তাকে আমার জন্য অপেক্ষা করতে বলে শহরে ছুটে গেলাম একটি চাকুরীর জন্য। অনেক খোঁজাখুঁজির পর তিন পরে চাকুরী একটা পেয়েও গেছিলাম। চাকুরী পাওয়াতে খুব খুশি হয়েছিলাম। ভেবেছিলাম আনিতা এবার আমার হবেই।আনিতা কল দিয়ে শুনতে পেলাম আনিতা চাকুরী পাওয়ার আগেই অন্য কারো সাথে সংসার জীবন শুরু করেছে। আমার চাকুরীর খবর তা এখন খুশির খবর হবে না। আনিতার সাথে এই চার বছর আমার দেখা হয়নি। চেনবে কিনা জানিনা। কেননা আমার চেহারার এখন অনেক পরিবর্তন হয়েছে। আনিতাও আগে থেকে অনেক সুন্দর হয়েছে। তাই আনিতার এগিয়ে আসার দিকে অবাক হয়ে চেয়ে রইলাম। আনিতা এসে তার মেয়েকে নিয়ে চলে যাচ্ছে। আমাকে চিনতে পেরেছে কি না জানিনা। তবে আমি চেয়ে রইলাম তার দিকে........

,

http://facebook.com/ihrakib0074

বিষয়: বিবিধ

৭২৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File