মৃত্যু ভাবনা

লিখেছেন লিখেছেন ভাবুক ০৬ ডিসেম্বর, ২০১৭, ১১:২৮:২২ সকাল

তোমরা যখন হাসপাতালের সামনের রাস্তা দিয়ে যাবে ......

মাথা নিচু করে হাঁটবে। কানে হেডফোন থাকলে খুলে ফেলবে। কয়েক মুহূর্তের জন্য আসবাবপত্রের মত স্তব্ধ হয়ে যাবে...

ভেতরে আইসিইউ তে কেউ একজন কিছুক্ষণ আগে মারা গেছে.. কেউ একটু পর মারা যাবে। দশ মিনিট পর মারা যাবে যে রোগীটি সে কেমন কষ্টে আছে ভাবা যায় ???

যে বৃদ্ধ গভীর রাতে চলে যাবার সময় নার্সকেও বলে যেতে পারে না। সেই নিঃসঙ্গ ছটফট কেমন ছিল ?

সন্তানকে জন্ম দিয়ে যে মা'কে চলে যেতে হয়... যে নিষ্পাপ সন্তানকে কোলে নেবার পর তার পিতার মনে পড়ে যায়, তোকে জন্ম দিতে গিয়ে তোর মাকে হারাতে হল !

সেই সন্তানের ভেতরে কি বড় হবার পর অপরাধবোধ কাজ করে ?

কেউ হয়ত এই মাত্র টের পেল ; তার পা দুটি কাজ করছে না... কেটে রেখে দিয়েছে ডাক্তার...এই মাত্র কোন তাজা প্রাণ ,দম বন্ধ হয়ে বেসিনে পড়ে আছে...

এক ফোটা রক্তের অভাবে... এক ফোটা টাকার অভাবে... এক ফোটা আদরের অভাবে যাদের চলে যেতে হয় তাদের হৃদপিণ্ডের সামনে সাইরেন বাজাবে না। এ বড় ভয়ংকর খেলা।

একদম মাথা নিচু করে হাঁটবে।

সাবধান... যেন কেউ টের না পায়... নিঃশব্দে পার হবে হাসপাতালের সীমানা...

,

,

লেখক: জুনায়েদ ইভান (অ্যাসেজ)

বিষয়: বিবিধ

৭৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File