দুটি সিগনেচার

লিখেছেন লিখেছেন ভাবুক ২৬ অক্টোবর, ২০১৭, ০৫:৩৮:৪৮ বিকাল

:- ভাই,মীরা আপুর তো আগামীকাল বিয়ে।

:- আলহামদুলিল্লাহ।

:- আপনার গার্লফ্রেন্ড এর বিয়ে অন্যজনের সাথে,অথচ আপনার অনুভূতিই নেই?

:- পুরাতন গেলে নতুন আসবে,ভাবার কি আছে?

,

,

উপরের কথাগুলো আমাদের মাঝে সাধারণত হয়ে থাকে।কিন্তু আসলেই কি পুরাতন গেলে নতুন আসবে সেই আশায় আমরা বসে থাকি?না,যখন শেষ পর্যন্ত নিজের ভালোবাসার মানুষটিকে ধরে রাখার কোনো উপায় থাকেনা তখন নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য এসব বলি? কে বুঝবে একজন সত্যিকারের ভালোবাসার মানুষের এই সময়ের বুকে জমে থাকা কষ্ট গুলি? আমরা শুধু মানুষের উপরের দিকটাই দেখি, কিন্তু ভেতরে কি হচ্ছে তা জানতেও চাইনা।একজন মানুষ যদি ভালো থাকার চেষ্টা করে,তাকে আমরা ভালো থাকতে দেইনা।বরং তাকে নিয়ে উপহাস করি।তবে কি বিয়ে হয়ে যাওয়াই কি একটি সত্যিকারের সম্পর্ক তৈরি হওয়া? আরে দুইটি সিগনেচারে যে সম্পর্ক তৈরি হয়,সে সম্পর্ক ভাঙতেও ঠিক দুটি সিগনেচারই লাগে।ভালোবাসাকে কখনো কাবিননামায় বন্দি করা যায়না।তিনবার কবুল না বলেও যেসব সম্পর্ক গুলো আমৃত্যু পর্যন্ত টিকে থাকে সেগুলোও বা কম কিসের??

বিষয়: বিবিধ

৭৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File