বন্যা কবলিত মানুষের কল্যাণে কুরবানি
লিখেছেন লিখেছেন মোঃ আবদুল্লাহ ১৮ আগস্ট, ২০১৭, ১১:২৬:২২ রাত
বন্যা কবলিত মানুষের কল্যাণে কুরবানিঃ
১। এ উপলক্ষে দরিদ্র মানুষেরাও মাংস খেতে পাবে। এ দুর্দিনে এটা তাদের আমিষের চাহিদা মিটাবে। অনাহারে থাকা শিশুরা মাংস খাবে ভাবতেই ভালো লাগে। হয়ত ইসলাম বিদ্বেষীদের কাছে এটা খুব দুঃসহ। কারন ইসলামের ভালো কাজ দেখলেই তাদের জলে।
২। দরিদ্র পরিবার গৃহপালিত পশু বিক্রি করে এসময় বেশ কিছু অর্থ পাবে। যা এই সময়ে তাদের বন্যা পরবর্তী দুর্যোগ কাটাতে সাহায্য করবে।
৩। বন্যায় দেশের যে অর্থ ক্ষতি হয়েছে, গরুর চামড়া ও হাড় তা অনেকটাই পুরন করবে।
৪। বন্যায় গৃহপালিত পশুর বাসস্থানের খুব সমস্যা। কুরবানির মাধ্যমে এক দিকে অর্থ আসবে অপর দিকে পশু কোথায় রাখব এই সমস্যাও দূর হবে।
৫। কুরবানির ত্যাগের মাধ্যমে ধনীদের হৃদয় বড় হবে। তারা বন্যার্তদের সাহায্যে আরও বেশি উদ্যোগী হবে।
৬। ধনী গরীবের সম্পর্ক উন্নত হবে।
৭। কুরবানির মাংসের ফলে সবজির উপর চাপ কমবে। এ থেকে নষ্ট হয়ে যাওয়া সবজির অভাব অনেকটাই পুরন হবে।
এছাড়া আরও বহুবিধ কল্যান আসবে কুরবানির মধ্য দিয়ে। আল্লাহ আমাদের কবুল করুন। আমিন।
বিষয়: বিবিধ
৬৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন