নিকাব সম্পর্কে আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকঃ
লিখেছেন লিখেছেন মোঃ আবদুল্লাহ ১৭ আগস্ট, ২০১৭, ১২:৫৮:১৪ দুপুর
নিকাব সম্পর্কে আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকঃ
মিশরের সর্ব উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান আল আজহার বিশ্ববিদ্যালয় নিকাব পড়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান শাইখ ও মিশরের প্রধান মুফতি Mohamed Sayyd Tantawi বলেছেন -
নিকাব কেবলই একটি ট্র্যাডিশন বা প্রথা মাত্র। বেশিরভাগ আলেমই বলেছেন নিকাব ইসলামে আবশ্যিক নয়। এটা ইসলামের পূর্বে আরবের একটি উপজাতি ভিত্তিক প্রথামাত্র।
দলিলঃ আল আরাবিয়া নিউজ
লিংকঃ https://www.alarabiya.net/articles/2009/10/08/87407.html
আল আজহার বিশ্ববিদ্যালয়ের তুলনামুলক ফিকাহের প্রফেসর Amna Nosseir বলেছেন-
"নিকাব ইসলামের কোন বিধান নয়। মুলত এর উৎপত্তি অমুসলিম ট্র্যাডিশন থেকে। তিনি বলেছেন এটা ইহুদীদের ঐতিহ্য যা আরবে ইসলাম আবির্ভাবের পূর্বে এসেছিল। এর সাথে কুরআনের আয়াতের সংঘর্ষ আছে। তিনি বলেছেন কোরআন ভদ্র পোশাক ও চুল ঢাকতে বলে। কোরআন মুখ ঢাকতে বলে না।"
রেফারেন্সঃ ইন্ডিপেনডেন্ট নিউজ
লিংকঃ http://www.independent.co.uk/news/world/africa/egypt-drafts-bill-to-ban-niqab-veil-in-public-places-a6920701.html
বিষয়: বিবিধ
৭৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন