বিয়ের নির্দেশ
লিখেছেন লিখেছেন মোঃ আবদুল্লাহ ১৫ আগস্ট, ২০১৭, ০৮:৫৫:৩৫ রাত
নারী জনিত ফিতনা থেকে বাচতে বিয়ের কোন বিকল্প নেই। আপনি আপনার সন্তানকে কখন এই ফিতনা থেকে বাচাতে চান সেটা এখন আপনার বিবেচনা। আপনি যদি চান আমার সন্তান ৩০ বছর বয়স পর্যন্ত ফিতনায় জড়াক, সমস্যা নেই, সেটা আপনার বিবেচনা। অথবা আপনি যদি ভাবেন ২৫ বছর বয়স পর্যন্ত সন্তান একটু আধটু নারী ফিতনার মজা নেক, সেটাও আপনার বিবেচনা। তবে সব কিছুর হিসাবই আল্লাহর কাছে দিতে হবে। মনে রাখবেন সন্তানের বিয়ের ব্যবস্থা করা আপনার উপর ফরজ যখন সে সাবালক হয়ে যায়, যে বয়সে তার উপর নামাজ রোজা ফরজ হয়। আল্লাহ কোরআনে বলেছেন-
"তোমাদের মধ্যে যারা অবিবাহিত তোমরা তাদের বিয়ে করিয়ে দাও।"
- সুরা নুরঃ ৩২
#বিয়ের_নির্দেশ
বিষয়: বিবিধ
৬৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন