কত কথা ছিলো বলার তোরে
লিখেছেন লিখেছেন বন্দু তোর জন্য ০৮ আগস্ট, ২০১৭, ০৮:৫৪:৪৩ সকাল
আমি আমার দুনয়িায় একা । আমাকে আমার মতো করে ভালোবাসারর মত আজো পৃথিবীতে তৈরি হয় নি। আর হবেও না মনে হয় কোন দিন।।।।।।।
আমি এতে কিছু মনে করি না। হয়ত সেটার আলাদা কারণ থাকতে পারে । তবে এটা বলতে পারি যে আমার মাঝে কাউকে ভালবাসার জন্য কোন কমতি আমার মাঝে নেই।
অন্যের জিনিস কখনো কী নিজের হয় ? না,না এবং না তা কোন দিনও হয় না। তবে কেন তুমি অন্যের মনকে নিজের করে পেতে চাও???
আমি জানি আমার কথাতে কারো কিছু যায় আসে না। আমি জানি আমার চোখের জলে কোন দিন কারো মন ভিজে না। আমি জানি আমার জন্য কেউ তার অনিচ্ছাকে ইচ্ছাতে রূপ দেয় না। আমি এটাও জানি আমার আবেগ কাউকে প্রভাবিত করতে পারে না। তবুও জীবন থেমে থাকে না। সেতো চলবেই অমরন পর্যন্ত।
যদি কখনো আমায় মনে করে ঐ দুটি চোখ আর এতবার জলে ভিজে তবে মনে রাখিস আমি তোর পাশেই আছি।
ভালোবসি তোকে বলা হয়নি কোন দিন।
তাই মিথ্যা আশায় পথ চেয়ে থেকে না কেননা পথ কোন দিনও শেষ হয় না।
বিষয়: বিবিধ
৭১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন