* চাওয়া কবে হবে পাওয়া *

লিখেছেন লিখেছেন বেশি কি চেয়েছি ১৮ জুলাই, ২০১৭, ০৪:১০:৩৮ রাত

আমি তো বেশি কিছুই চাই নি !

তবুও কেন হতাশ হতে হয়েছে আমাকে, পাবো-পাচ্ছি এই বলে কেনই বা আশান্বিত দীর্ঘদিন ।

জানি; তুমি চাইলেই আমার চাওয়া পুর্ণ হয়ে যায়, তুমি ইচ্ছে করলেই পার একনিমিশেই পরিত্রান দিতে অপেক্ষার যন্ত্রনা থেকে ।

কেন বুঝনা; আমিও তো রক্তে-মাংসে গড়া এক মানুষ,

ধৈর্য্য ধরতে ধরতে কখন যে পা-পিছলে যাবো, তারও কোনো ইয়ত্বা নেই ।

আর একবার পিছলে গেলে..... ওহ্- ভাবতেই পারছিনা কি যে হবে....!?

কত জন কত কি চায়, অনেকেই চাওয়া রত্ন পেয়ে খুশি, আবার আমার মতন অনেকেই আশায় রয়ে যায় ।

কারো চাওয়া বিশাল ঐশর্য্য, কেউ আবার ঐশ্যরিয়া ।

আবার অনেকেই কিন্তু এমনও... দু-বেলা দু-মুঠো ভাত হলেই চলে । কারো চাওয়া দামি গাড়ি, কারোর সুন্দরী নারী, কারোর ভাদ্র-অগ্রহায়নে গোলা ভরার ধান, কারো থাকে আরো বাড়াতে আত্ন-সম্মান ।

কিন্তু আমি কি চেয়েছি এসব ?

চেয়েছিতো শুধু তুমার প্রেম, যা পেলে তৃপ্ত হৃদয় আর জান্নাতে হবে সমাসীন ।

ওগো আল্লাহ... তুমি রহমান, তুমি রহিম, ক্ষামা চাই তুমার কাছে, আমায় ক্ষমা দাও প্রভু... ক্ষমা ।

আমীন ।

বিষয়: বিবিধ

৩৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File