যাযাবর জিয়া'র কবিতা

লিখেছেন লিখেছেন অালোক ০২ জুলাই, ২০১৭, ১০:০৫:৪৪ রাত

বালিকা কুসুম

------------(যাযাবর জিয়া)

কবিতা তুমি কী?

গ্রিল ধরে আকাশে তাকানো দু'টি ভিজে ওঠা চোখ;

একাকী কবির কিছু তারা? বিরহ প্রথম; কান্নার জলে

ধুয়ে যাওয়া বৃষ্টির সারাদিন? না কি চলে যাওয়া পথ- দৃষ্টির

ধূলো মাখা বিপন্ন চোখের লবণ? শপথের বিষণ্ণ

কোরান? কবিতা তুমি কী মায়ের তসবি, জনকের

একামত? কবিতা তুমি কী কমলা কাকির প্রস্থান, মাধুরীর

অযাচিত সিঁথির সিঁদুর, শ্যামলের অকাল চিতা?

কবিতা, তুমি কী পিতার না পাওয়া কোলের ব্যথা?

অকালমৃত পোষা কুকুরের ছাও? দোকানের না কেনা

ঘুড়ি? তুমি কী জন্মের প্রথম চামচ- জন্মনদীর জল?

কালিখোলা, নারুর দোকান? কবিতা, তুমি কী পাঠশালা,

তালপাতার অদ্ভূত ঘ্রাণ? জৈষ্ঠের জলে ভাসা ভেলার

লগি? সারা গায় কাদা মাখা গোধূলির বধির কিশোর? কবিতা,

তুমি কী পান্তার প্রত্ন বাসন? মুখজুড়ে পিঁয়ােজর

ঘ্রাণ? শ্রাবণের জলপথ, না ফেরা সন্ধ্যার মায়ের সে

হাঁস? কবিতা, তুমি কী প্রথম মৈথুন? চুরি-করা বালিকা কুসুম?

কবিতা, তুমি কী? তুমি কী লাইজুর নীল ফ্রক?

না পানানো গরুর ওলান?

ঝালোকাঠী,

২৩/০৬/২০১৭খ্রিঃ।।

বিষয়: সাহিত্য

৫৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File