প্রলাপ
লিখেছেন লিখেছেন অালোক ০২ জুলাই, ২০১৭, ০৫:৪২:১৩ বিকাল
প্রলাপ
.
আলী আহমদ
.
প্লিজ, একটু সরে দাঁড়ান!
কবি আলী আহমদকে প্রশস্ততা দিন!
প্রিয় উপস্থিতি,
অাপনারা জানেন, চাঁদ সূর্য থেকে অালো গ্রহণ করে। কিন্তু অনেকেই জানেন না যে, সূর্য কোথা থেকে অালো গ্রহণ করে!
আমি অতিশয় অানন্দের সাথে জানাচ্ছি,
মাদারখাল গ্রাম কর্তৃক আয়োজিত আজকের এই মনোজ্ঞ অনুষ্ঠানে এমন এক প্রবাদপুরুষ উপস্থিত হয়েছেন,
বিশেষজ্ঞদের মতে তিনিই সেই গর্বিত মানবসন্তান,
যার থেকে সূর্যও অালো গ্রহণ করে!
আমি আরো জানাচ্ছি যে, দেশ-দশ তথা বিশ্বের গর্বের ধন কবি অালী আহমদ এই গ্রামেরই সুপুত্র!
প্রিয় সচেতন বাঙালি,
এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে অাসছেন
আজকের অনুষ্ঠানেরর মুখ্যব্যক্তি, কবি অালী আহমদ!
প্লিজ স্যার...
.
.
.
শুভেচ্ছা জানবেন, উপস্থিতি!
প্রিয় দেশবাসী,
অত্যন্ত মনোকষ্টের সাথে জানাচ্ছি, আপনাদের এই স্নেহ, সম্মান, শ্রদ্ধা আমি নিতে পারছি না!
নর্দমায় ছুঁড়লাম!!
কারণ তা ফরমালিন-আক্রান্ত।
কোনো যোদ্ধা শত্রুপক্ষেরর সাথে অাঁতাত করতে পারে না।
ফরমালিন আমার শত্রুপক্ষ।
যেহেতু উপস্থিত হয়েছি, সেহেতু কিছু না বলেও পারছিনা!
প্রিয় এলাকাবাসী,
আপনারা সচেতনতাকে লালন করুন এবং অাগামিপ্রজন্মকে 'মেধাবিক্রয়কেন্দ্রে' পাঠাবেন না!
পাঠাবেন 'পাগলতৈরিকরনকেন্দ্রে'!
আমি পূর্ণসুস্থমস্তিষ্কে আবারও বলছি, পাঠাবেন 'পাগলতৈরিকরনকেন্দ্রে'!!
কবি বলেছেন,
"বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে বেঁকে,
আয় ছেলেরা আয় মেয়েরা পাগল হবি কে কে!"
.
.
.
এ পর্যন্ত বলে শেষ করে শোনা গলো অডিয়েন্স থেকে আওয়াজ আসছে,
ছিঃ ছিঃ
এই কি কবি!
এই কি কবি!!
পাগল কোথাকার!!!
বিষয়: সাহিত্য
৫৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন