চিকুনগুনিয়া সহ মশা বাহিত সব রোগ থেকে মুক্তি পেতে পরিচ্ছন্ন নগরী নিশ্চিত করতে হবে
লিখেছেন লিখেছেন জিলাপি ১৩ জুন, ২০১৭, ০৩:৫২:০৪ দুপুর
হাজার হাজার লোক রাস্তা পার হচ্ছে; আর সেখানে আমি রাস্তার পাশে দাঁড়িয়ে কুকুরের মতো পেশাব করতে শুরু করে দিলাম। এটাই প্রমাণ করে জাতি হিসেবে আমরা কতটুকু পরিচ্ছন্ন। আবার যে সব ভদ্রলোক এ ধরনের জঘন্য কাজ করি না তারাও কিন্তু বাসা-বাড়ির ময়লাগুলো সঠিকভাবে ডেসপোজ করি না। সর্বোপরি ঢাকা শহরে আমরা শুধু দালান খাড়া করতে মরিয়া; কিন্তু আমি যে খাবোদাবো তার উচ্ছিষ্ট কোথায় যাবে, আমি যে বাথরুম করবো তারপর ব্যবহৃত পানি এবং বর্জ্য কোথায় যাবে সে চিন্তা করি না। মনে রাখতে হবে, মশা জন্মায় ময়লার মধ্যে এবং ময়লা পানিতে। এ দুটো জিনিস দূর করতে পারলে মশা জন্ম নেবে না; আর মশা না থাকলে মশা বাহিত কোনো রোগে আক্রান্ত হওয়ারও প্রশ্ন আসে না। ময়লা এবং নোংরা পানি যাতে কোথাও না থাকে সে জন্য :
১. বাসাবাড়িতে ময়লা রাখার জন্য একটি বালতির মধ্যে পলিথিন ঢুকাতে হবে। সে পলিথিনটির মধ্যে ময়লা রাখতে হবে। যখন ময়লা ডিসপোজ করবো তখন এই পলিথিনের মুখ ভালোভাবে আটকে দেবো।
২. যেখানে সেখানে ময়লা ফেলা বন্ধ করতে হবে।
৩. ড্রেনের মুখে ময়লা ফেলা থেকে দূরে থাকতে হবে।
৪. কোথাও যাতে পানি জমে না থাকে সে বিষয়টি নিশ্চিত করতে হবে।
আসুন না আমরা একটি পরিচ্ছন্ন নগরীর বাসিন্দা হওয়ার শপথ নিই, সুস্থ থাকি।
বিষয়: বিবিধ
৫৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন