ভাঙনের সুর ফারহান আরিফ
লিখেছেন লিখেছেন ফারহান আরিফ ১৭ জুন, ২০১৭, ০২:৪০:১২ রাত
নির্ভীক হেটে যাই আমি দৈত্যরাজ
অমাবস্যা গিলে খেতে
যে নিশির অন্ধকূপে অদৃশ্য হয়েছে
আমার সোনালি জ্যোৎস্না-মনের মাধুরী।
নীল অরণ্যে ডাহুক যাতনায় কাঁদি
আমার অভিশপ্ত অতীতে,
যে দিন অসম্প্রাপ্ত কবিতা আবৃত্তি হয়েছিল
যৌবনের পাঠচক্রে,
প্রতিটা পঙক্তিতে শোনেছি ভাঙনের সুর
ক্ষেত্রজহারা জননীর রোদন।
আজো রাত শেষ হয় পেঁচার চোখে
আগের তুল্যতায়।
কখনো কখনো অমাবস্যায় খুঁজি
হারানো প্রদীপের প্রতিবিম্ব
কুসুমের ঘ্রাণ অসময়ে বড় হওয়া
পিশিত খণ্ড।
বিষয়: বিবিধ
৬৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন