ভেজাল কবি ফারহান আরিফ

লিখেছেন লিখেছেন ফারহান আরিফ ০৮ জুন, ২০১৭, ১০:৫১:৩১ রাত

সব কিছুতে ভেজাল দেখি

আমার সোনার বাংলায়

ফর্মালিনে খাদ্যে ভরা

ভরছি মোদের গামলায়।

রাজনীতিতে ভেজাল দেখি

ভেজাল সবার মাথায়

বাজারহাটে আগুন দেখি

ভেজাল দেখি খাতায়।

সমাজনীতির পেটে অসুখ

হর হামেশা কাঁন্দে

পুঁজিবাদের বিষ খেয়েছে

পরছে দাদা ফাঁন্দে।

অর্থনীতিতে ভেজাল আজ

অর্থ খাচ্ছে লুটে

চোখের ডগায় খাচ্ছে গিলে

কারো মুখনা ফোটে।

ভেজাল হাজী ভেজাল মাজি

ভেজাল সবার মনে

ভেজাল করে টাকা খামাই

ভেজাল করি পণে।

ভেজাল সবই ভেজাল দেখি

ভেজাল খাচ্ছি সবাই

ভেজাল নিয়ে ভেজাল করে

দেশের সব মিয়া ভাই।

ভেজাল ছাড়ো ভেজাল মারো

ভেজাল করে লাভ কি?

ভেজালবাজী ভেজাল চাষী

ভেজাল ছাড়া নাই কি?

অসমাপ্ত ছড়া

জন্ম ০৭,০৬,২০১৭ ইং প্রত্যুষে।

বিষয়: বিবিধ

৬৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File