কিয়ামত!

লিখেছেন লিখেছেন ফারহান আরিফ ০৩ জুন, ২০১৭, ০৩:১৬:৩৩ রাত

কিয়ামত

ফা। র। হা। ন। আ। রি। ফ।

মহাপ্রলয়ের অনুষ্ঠানে শতাব্দী যায়

কালের সিঁড়ি দিয়ে

পিছনে দেখো চেয়ে সমাহিত কত মানব

ক্রোমেনিয়ন

মঙ্গোলয়েড

সেমেটিক থেকে পুরোপলীয় বাসিন্দা।

ইতিহাস রাজ্য গিরি সিন্ধু প্রেম হাসি মায়া-

অতীতের পদতলে আজো দেখি কলমে।

কত সুগন্ধি ঘ্রাণ কত হিংস্র দেহের দূর্গন্ধ।

নুহের কিস্তিতে মল ত্যাগের অপমান,

ফারাউয়ের যাদুকরের বিষাক্ত সাপ,

জরথুস্ত্রবাদ থেকে বহুবাদের মরিচিকা,

মুহাম্মদের সাঃ সাক্কুল ক্বামার আর বিরহী

কারবালার রক্তের ঢেউ।

কে রক্ষা করবে তোমায়?

কেউ পারবেনা।

কেউ না।

তোমাকে যেতেই হবে যেখান থেকে আসা হয়েছে।

বিষয়: সাহিত্য

৭০০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File