দিনের শেষে
লিখেছেন লিখেছেন তানভীর আহমাদ সিদ্দিকী ০৬ মে, ২০১৭, ০৮:০৩:২২ রাত
একটা খারাপ দিন। একটা শিক্ষা।
একটা খারাপ মানুষ। একটা শিক্ষা।
একটা খারাপ দিল। একটা শিক্ষা।
একটা খারাপ বাক্য। একটা শিক্ষা।
তবু আমি চাই না খারাপ দিনটা আসুক ফিরে।
তবু আমি চাই না চলতে অমানুষের ভীড়ে।
তবু আমি চাই না খারাপ দিলটা বলুক কথা।
একটা খারাপ বাক্য না দিক কারো বুক জুড়ে ব্যথা।
বিষয়: সাহিত্য
৫২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন