আমরা যেভাবেই চলিনা কেন,সমাজ আঙ্গুল দিবেই আপনার উপর...

লিখেছেন লিখেছেন কিংবদন্তী আশিক ০৭ মে, ২০১৭, ০৮:৫৫:৫৩ সকাল

সমাজনিতি!!

সমাজের মানুষ নিয়ে চিন্তা করতে গেলেই শুরুতেই ছোট একটা গল্প মনে পরে গেল।

একদিন এক ব্যক্তি তার ছেলেকে নিয়ে কোথাও যাচ্ছিল গাদার পিঠে করে,কিছুক্ষন যাওয়ার পর একটা গ্রাম আসলো,দুই জনকে গাদার পিঠে দেখে গ্রামের মানুষ বলতে শুরু করলো দেখো কত নিষ্ঠুর ছোট একটা গাদাকে কিভাবে কষ্ট দিচ্ছে।

একথা শুনে জৈনক ব্যক্তি গাদার পিঠ থেকে নেমে ছেলেকে পিঠে বসিয়ে নিজে হাটছে,তখন অন্য আরেকটি গ্রামের লোক এমন অবস্থা দেখে বলতে লাগলো,দেখো কেমন ছেলে বাবাকে পায়ে হাটিয়ে নিজে চড়ে যাচ্ছে!!! যখন ছেলে নেমে এসে বাবাকে গাদার পিঠে উঠালো,অন্য লোক দেখে বলল কেমন বাবা ছেলেকে কষ্ট দিয়ে নিজে মজা নিচ্ছে!!!

যখন উপরুক্ত দুই ব্যক্তিই পায়ে হাটা শুরু করে তখন সমাজ তাদের গাদা বলা শুরু করেছে,দেখ কেমন গাদা! গাদার পিঠে না বসে হেটে যাচ্ছে :D

উল্ল্যখ্য ঘটনা আমাদের সাথে প্রতিনিয়ত হতেই থাকে,আমরা যাই করিনা কেন সমাজ বুড়ু আঙুল দেখানো বন্ধ করবে না।

আপনি যতই ভাল কিছু করার চেষ্টা করেন তার ফল একটাই নিন্দা!

হ্যা এটাই সমাজ!! আর এর মধ্যেই লড়াই করে আপনাকে আপনার গন্তব্যে পৌছতে হবে,অন্যথায় ভাল মানুষি দেখাতে গিয়ে নিজেই নিজের পায়ে কুড়াল মারা লাগে।

আপনি আমি কত টুকু ভাল খারাফ সেটা দেখানো বেশি জরুরি নয়,আপনি কতটুকু সাফল্য অর্জন করছেন সেটাই মুখ্য বিষয়। একজন সফল মানুষ কত টুকু ভাল খারাফ সেটা সমাজ দেখে না বা তাদের নিয়ে খারাফ চিন্তা করার আগে ১০ বার ভেবে দেখে অন্তত।

আপনি যত ভাল মানুষ হিসেবে নিজেকে প্রমান করার চেষ্টা করবেন সমাজ ঠিক তত দিক্কার দিবে,তাই আগে নিজের সাফল্যের দিকে এগুনোটা জরুরি পরে সমাজ।

সমাজ এমনই আর এমনি থাকবে,আপনি নিজেকে বদলান তাহলেই সব ঠিক।

বিষয়: বিবিধ

৭৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File